জামাই আফ্রিদির নেতৃত্ব যাওয়ায় যা বললেন শ্বশুর আফ্রিদি

ক্রিকেট দুনিয়া April 1, 2024 336
জামাই আফ্রিদির নেতৃত্ব যাওয়ায় যা বললেন শ্বশুর আফ্রিদি

বিশ্বকাপ ব্যর্থতার পর বাবর আজমকে নেতৃত্ব থেকে সরানো হয়েছিল। এবার শাহিন আফ্রিদিকে সরিয়ে সেই বাবর আজমকেই আবার পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে! মাত্র এক সিরিজেই শেষ হয়ে গেছে আফ্রিদির নেতৃত্ব। মেয়ে জামাইয়ের সঙ্গে এমন আচরণে বিস্মিত এবং ক্ষুব্ধ সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।


নিজের সোশ্যাল অ্যাকাউন্টে শহিদ আফ্রিদি লিখেছেন, “নির্বাচক কমিটিতে থাকা খুব অভিজ্ঞ ক্রিকেটারদের নেওয়া সিদ্ধান্ত দেখে আমি খুব বিস্মিত হয়েছি। আমি এখনো মনে করি পরিবর্তন যদি দরকারই ছিল, তাহলে সেরা বিকল্প ছিল রিজওয়ান। সিদ্ধান্ত যখন নেওয়াই হয়ে গেছে, আমি পাকিস্তান দল এবং বাবর আজমকে পূর্ণ সমর্থন দিয়ে যাব।”


গত ডিসেম্বরেই শহিদ আফ্রিদি তার জামাইকে অধিনায়ক বানানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন, “আমি রিজওয়ানকে টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ শুধু খেলার প্রতি মনোনিবেশ করা।”


সূত্রঃ অলআউট স্পোর্টস