মুস্তাফিজদের নাস্তানাবুদ করে দিল্লির বিশাল সংগ্রহ

ক্রিকেট দুনিয়া March 31, 2024 385
মুস্তাফিজদের নাস্তানাবুদ করে দিল্লির বিশাল সংগ্রহ

মুস্তাফিজদের বোলিং আক্রমণকে রীতিমত নাস্তানাবুদ করে রেখেছিলেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। তাদের বিধ্বংসী ইনিংস থেকে বাদ যাননি দীপক চাহার, মুস্তাফিজুর রহমানদের কেউই।


তবে সেখান থেকেও ফিরে এসেছে চেন্নাই। ফিরে আসার কৃতিত্বটা অবশ্য বেশিরভাগই পাবেন চেন্নাইয়ের লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। মুস্তাফিজুর রহমানের বলে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন তিনি। মৌসুম শেষে সেরা ক্যাচের তালিকায় নিশ্চিতভাবেই থাকবে এটি। এছাড়া নিজে নিয়েছেন মিচেল মার্শ এবং ট্রিস্টান স্টাবসের গুরুত্বপূর্ণ দুই উইকেট।


শেষদিকে মুস্তাফিজুর রহমান নিজেও করেছেন কার্যকরী স্পেল। বোলারদের দারুণ এই প্রচেষ্টার সুবাদে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে করেছে ১৯১ রান। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট পেয়েছেন পাথিরানা। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান পেয়েছেন এক উইকেট। অন্য উইকেট গিয়েছে রবীন্দ্র জাদেজার ঝুলিতে।


টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত। এদিন এই আসরে প্রথমবার দলে এসেছিলেন পৃথ্বী শ। দারুণ প্রতিভাবান এই ব্যাটার ডেভিড ওয়ার্নারকে নিয়ে শুরু করেছেন ধ্বংসযজ্ঞ। দুজনেই খেলেছেন পারফেক্ট টি-টোয়েন্টি ইনিংস। তাদের ব্যাটে ভর করে শুরুর ৬ ওভারে দিল্লি স্কোরবোর্ডে তুলেছে ৬২ রান।


পঞ্চম ওভারে বোলিংয়ে এসেছিলেন ফিজ। তবে রেহাই পাননি তিনিও। প্রথম ডাক পাওয়া শ-ই ভুগিয়েছেন মুস্তাফিজকে। মেরেছেন তিন চার। এক ওভারেই ফিজ দেন ২০ রান। তবে তিনিই আবার এনে দেন ব্রেক-থ্রু। দশম ওভারে ওয়ার্নার স্কুপ করতে চেয়েছিলেন। তবে লেগ গালিতে দারুণ এক ক্যাচ নেন পাথিরানা।


এরপরেই আসে আরেক ব্রেক-থ্রু। ফিফটির পথে থাকা শ-কে ফেরান জাদেজা। ১০৩ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের। দলীয় ১৩৪ রানে পতন ঘটে জোড়া উইকেটের। দুর্দান্ত দুই ইয়র্কার ডেলিভারিতে উপড়ে ফেলেন মিচেল মার্শ এবং ট্রিস্টান স্টাবসের উইকেট।


এরপরেই অবশ্য চড়াও হয়েছেন ঋষভ পান্ত। মুস্তাফিজের ওভারে ছিল ১ চার এবং ১ ছয়। শুরুর দিকে দারুণ বল করা পাথিরানাও ভুগেছেন পান্তের সামনে। ৩১ বলেই ফিফটি তুলে নেন দিল্লির অধিনায়ক। ফিফটির পরেই অবশ্য ফিরেছেন তিনি। সেটাও ওই পাথিরানার বলেই। মুস্তাফিজ করেছেন ইনিংশের শেষ ওভার। তাতে দিয়েছেন আরও ১২ রান। সবমিলিয়ে ১ উইকেটের বিনিময়ে দিয়েছেন ৪৭ রান।


সূত্রঃ ঢাকা পোস্ট