আরও একবার অধিনায়ক বদলের দ্বারপ্রান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাহিন আফ্রিদিকে সরিয়ে আবারও বাবর আজমকেই টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেয়া হবে বলেই খবর দেশটির গণমাধ্যমের।
বেশ কয়েকদিন গুঞ্জণ, টি-টোয়েন্টির অধিনায়ক আবার বদলাতে চলেছে পিসিবি। নিউজিল্যান্ড সফরে পাকিস্তান বাজেভাবে হারায় সরিয়ে দেয়া হচ্ছে শাহিনকে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও কদিন আগেই সংবাদ সম্মেলনে অধিনায়ক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমি নিজেও আসলে জানি না কে অধিনায়ক হবে। শাহিনই অধিনায়ক থাকবে নাকি নতুন কোনো অধিনায়ক আসবে তা ফিটনেস ক্যাম্পের পরই ঠিক করা হবে। টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেগুলো দেখার পরই সিদ্ধান্ত নেয়া হবে।’
এদিকে জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবরকে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। নির্বাচক কমিটিই ফের বাবরকে অধিনায়ক করার পরমার্শ দিয়েছে বলেও জানা গেছে প্রতিবেদন থেকে।
এদিকে জিও সুপারের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যানের সঙ্গে ইতোমধ্যেই বৈঠক করেছেন বাবর আজম। ফের অধিনায়কের দায়িত্ব নেয়ার ব্যাপারে দুজনের মাঝে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। পাকিস্তান দলের চলমান ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরই অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলেও জানা গেছে প্রতিবেদন থেকে।
সূত্রঃ অনলাইন