অফিসে বা বন্ধুদের সঙ্গে কোন পার্টির উদ্দেশ্যে বের হবেন, এমন সময় দেখলেন কাপড় লন্ড্রি করা নাই। এরপর তো আর মাথা ঠকি থাকার কথা নয়! এখন যে ঝটপট করে নিবেন তার উপায় নাই কারণ লন্ড্রিািও নষ্ট। এখন উপায়?
তবে ইস্ত্রি ছাড়াও কাপড়ের কুঁচকানো ভাব দূর করা যায়। ইস্ত্রি করার মতো সুন্দর না হলেও কাজটা হয়ত চালিয়ে নিতে পারবেন। লন্ড্রি না করেও ঝটপট ঠিক করেও পরে চলে যেতে পারবেন অনুষ্ঠানে।
# পোশাকের কুঁচকানো ভাজগুলি দূর করার জন্য ব্যবহার করতে পারেন হেয়ার স্ট্রেইটনার। তবে ব্যবহারের সময় স্ট্রেইটনারের তাপ যাতে বেশি না হয়, সেদিকে নজর রাখবেন।
# হ্যাঙারে পোশাকটি রেখে হেয়ার ড্রায়ার চালিয়ে কাপড়ের দিকে ধরুন। এরপর হাত দিয়ে চারদিকে টেনে নিন। ড্রায়ারের উষ্ণ বাতাস কাপড়ের কুঁচকানো দাগ দূর করে দেবে।
# যখন গোসল করছেন বা হট ওয়াটার বাথ নিচ্ছেন, হ্যাঙারে করে শার্টটি ঝুলিয়ে রাখুন বাথরুমে। উষ্ণতা কাপড়ের কুঁচকানোভাব অনেকাংশে দূর করবে।
# একটি স্প্রে বোতলে পানি নিয়ে পোশাকের উপর স্প্রে করে দিন। হ্যাঙারে ঝুলিয়ে শুকাতে দিন কিছুক্ষণ। তারপর দেখুন সব ভাজ কেমন দূর হয়ে গেছে।