ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনক হারের অপেক্ষায় বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া March 24, 2024 465
ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনক হারের অপেক্ষায় বাংলাদেশ

প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে ২৮০ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৮৮ রানে অলআউট হয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সফরকারীরা ৪১৮ রান সংগ্রহ করলে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় পাহাড় সমান ৫১১ রান।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আশা যাওয়ার মিছিল শুরু করে স্বাগতিকরা। দলীয় ৪৭ রানে পাঁচ উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা। চতুর্থ দিনে পাঁচ উইকেটে বাংলাদেশের লক্ষ্য ৪৬৪ রান।


দিনের তৃতীয় সেশনে ৫১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাহমুদুল হাসান জয় ফেরেন রানের খাতা খোলার আগেই। অফস্টাম্পের অনেকটা বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন। স্বাগতিক অধিনায়কের ব্যাট থেকে আসে ৬ রান। বাংলাদেশের সংগ্রহ তখন ৯ রান। এরপর আরেক ওপেনার জাকির হাসান ফেরেন ১৯ রানের ইনিংস খেলে। শাহাদাত হোসেন দীপু রানের খাতা খুলতে পারেননি। সাদা বলের পর লাল বলেই ভুগছেন লিটন দাস। ক্ল্যাসিক ব্যাটার মেরেছেন গোল্ডেন ডাক।


পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার কাজে বিধ্বস্ত বাংলাদেশ। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো তিনটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।


দুই ইনিংসেই হতশ্রী ব্যাটিং ছাড়াও বোলিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দুই সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারীরা ৯২ রানে লিড পাওয়ায় স্বাগতিকদের লক্ষ্যটা হয়ে যায় হিমালয়ের মতো।


প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। দুই ইনিংস মিলিয়ে চার সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে রানপাহাড় লক্ষ্য ছুঁড়েছে শ্রীলঙ্কা। জবাবে অবশ্য ব্যর্থতার বৃত্তেই বন্দী টাইগার টপঅর্ডার এমনকি মিডলঅর্ডার।


সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ব্যাটারদের মিস করেছে বাংলাদেশ। চোটের কারণে দ্বিতীয় টেস্টও খেলা হচ্ছে না মি. ডিপেন্ডেবলের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেয়া সাকিব ফিরতে পারেন চট্টগ্রামে পরের টেস্টে।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে আগেরদিনের ৫ উইকেটে ১১৯ রান নিয়ে শুরু করে শ্রীলঙ্কা। তৃতীয় দিনে নেমেছিলেন দুই অপরাজিত ধনঞ্জয়া ডি সিলভা (২৩) ও বিশ্ব ফের্নান্দো (২)।


আগেরদিন শেষদিকে নামা ফের্নান্দোকে বেশিক্ষণ টিকতে দেননি খালেদ। দিনের তৃতীয় ওভারে সাজঘরে পাঠান। খালেদের অফস্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে দূর থেকে ব্যাট এগিয়ে দেন ফের্নান্দো। ব্যাটের ওপরের দিকে লেগে বল চলে যায় স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে। ২৪ বলে ৪ রান করে ফেরেন তিনি।


ওই উইকেটের পর দারুণভাবে হাল ধরেন অধিনায়ক ডি সিলভা। মেন্ডিসকে নিয়ে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ে তোলেন। নব্বই পেরিয়ে বেঁচে যাওয়ার পর সেঞ্চুরি করতে আর কোনো ভুল করেননি ৩২ বর্ষী ধনঞ্জয়া। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন এ অলরাউন্ডার। ১৬৪ বলে ৮ চার ও ২ ছক্কায় শতক করেছেন। ৫৩ ম্যাচের ক্যারিয়ারে এবারই প্রথম এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন। লঙ্কানদের ষষ্ঠ ব্যাটার হিসেবে এক টেস্টে দুই সেঞ্চুরি করলেন।


সেঞ্চুরির আগে-পরে দু’বার বেঁচে যান ধনঞ্জয়া। শেষপর্যন্ত ৯ চার ও ২ ছক্কায় ১৭৯ বলে ১০৮ রান করে ফেরেন লঙ্কান অধিনায়ক। প্রথম ইনিংসে করেছিলেন ১০২ রান।

অধিনায়কের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন আরেক অলরাউন্ডার মেন্ডিস। প্রায় দুবছর পর টেস্টে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনিও। বাংলাদেশের বোলার-ফিল্ডারদের হতাশায় ডুবিয়ে ১৩ চারে ১৭১ বলে শতক তুলে নেন ২৫ বর্ষী অলরাউন্ডার। শ্রীলঙ্কার সপ্তম ব্যাটার হিসেবে এক টেস্টে দুই সেঞ্চুরি পেলেন তিনি।


শেষপর্যন্ত তাইজুল ইসলামের বলে থামেন মেন্ডিস। ২৩৭ বলে ১৬৪ রান করেন। এ যাত্রায় ইনিংস সাজান ১৬ চার ও ৬ ছক্কায়। প্রথম ইনিংসে ১০২ রান করেছিলেন তিনি।


মেন্ডিসকে সঙ্গ দিতে নেমে শুরুটা ভালোই করেছিলেন প্রবাথ জয়সুরিয়া। রানচাকা সচল রাখতে দারুণভাবে ব্যাট চালাচ্ছিলেন। ৪৭ বলে ২৫ রান করা জয়সুরিয়াকে থামিয়ে পরের বলে লাহিরু কুমারাকে ফেরান মিরাজ। জোড়া উইকেট নিলেও অন্যপ্রান্ত থেকে রান তোলার ঝড় জারি রাখেন মেন্ডিস।


বাংলাদেশের হয়ে ৭৪ রান দিয়ে মিরাজ নেন ৪ উইকেট। তাইজুল ইসলাম ও নাহিদ রানা নেন দুটি করে উইকেট।


প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ১৮৮ রানে। ৯২ রানের লিড নিয়ে শ্রীলঙ্কা শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। বাংলাদেশের বোলাররা তাদের দারুণভাবে চেপে ধরে। ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারী দল।