জার্সিতে মদের বিজ্ঞাপন রাখেনি ধর্মভিরু মুস্তাফিজ

ক্রিকেট দুনিয়া March 23, 2024 22,615
জার্সিতে মদের বিজ্ঞাপন রাখেনি ধর্মভিরু মুস্তাফিজ

চমৎকার বোলিংয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক রাঙিয়েছেন মুস্তাফিজুর রহমান । দলটির হয়ে অভিষেকে ম্যাচেই করেছেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং । তবে ভিন্ন একটি কারনে এবার আলোচনায় বাঁহাতি এই পেসার ।


চেন্নাই সুপার কিংসের স্পন্সরদের মধ্যে অন্যতম অ্যালকোহল ব্র্যান্ড (এসএনজে)। তবে নিজের জার্সিতে অ্যালকোহল জাতীয় পণ্যের বিজ্ঞাপন রাখেননি মুস্তাফিজ। জার্সিতে অ্যালকোহলীয় পণ্যের নাম রাখতে রাজি হননি মুস্তাফিজ। তাই চেন্নাইয়ের অন্য খেলোয়াড়দের জার্সিতে দেখা গেলেও মুস্তাফিজের জার্সিতে স্পন্সরের জায়গাটি ফাঁকাই ছিল।


এই ম্যাচে সতীর্থদের থেকে মুস্তাফিজের জার্সি কিছুটা আলাদা ছিল। চেন্নাইয়ের জার্সির দুই হাতার অংশে আইপিএলের লোগোসহ চারটি বিজ্ঞাপন ছিল। যেখানে একটি মদ কোম্পানির বিজ্ঞাপনও ছিল। তবে মুস্তাফিজের জার্সিতে মদ কোম্পানির বিজ্ঞাপন ছিল না। সেটি বাদে বাকি তিনটি বিজ্ঞাপনই ছিল।


মুস্তাফিজুর রহমান একবার বলেছিলেন উইকেটের রেকর্ড গড়ার চেয়ে ভালো মানুষ হয়ে ক্যারিয়ার শেষ করা তার কাছে বেশি গুরুত্বপুর্ন । এবার আইপিএল এলকোহলের প্রচারনা বয়কট করে ফিজ দেখিয়ে দিলেন সেটাই । ভালো মানুষ হওয়ার সাথে সেরা বোলারও যে তিনি ।


বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটাররা টাকার জন্য অনেক কিছুই করে থাকেন। জাতীয় দলকে একপাশে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার ঘটনাও খুবই সাধারণ।  তবে মুস্তাফিজের নিজের আর্দশ আঁকড়ে ধরে রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়।


এর আগে বেশকিছু মুসলিম ক্রিকেটার জার্সিতে অ্যালকোহলীয় পণ্যের বিজ্ঞাপন বর্জন করেছিলেন। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা অন্যতম।


প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই বাঁ-হাতি পেসার নিজের করা প্রথম দুই ওভারে জোড়া উইকেট করে শিকার করেছেন। শেষ পর্যন্ত চার ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন তিনি । সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গড়ে আইপিএলে ৫০ উইকেট শিকারের কীর্তি। প্রথম ওভারে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি ও রজত পাতিদারের উইকেট নেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে ফেরান ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ও অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। এরপরে আর উইকেট না পেলেও আইপিএল প্রথমবারের মতো চার উইকেট পান মুস্তাফিজ।