খালেদের বোলিং তোপে প্রথম সেশনে দিশেহারা শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া March 22, 2024 545
খালেদের বোলিং তোপে প্রথম সেশনে দিশেহারা শ্রীলঙ্কা

বৃষ্টিভেজা সিলেটের মাঠে টস জিতে জমুল হোসেন শান্তর বোলিং নেওয়ার সিদ্ধান্তের যথার্থতা শুরুতেই প্রমাণ করে দেন পেসাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। এরপর একে একে ফেরালেন প্রতিপক্ষের আরও দুই ব্যাটারকে। টস হেরে ব্যাট করতে নেমে টাইগার এই পেসারের তোপে দলীয় ৫৭ রানের পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে শ্রীলঙ্কা।


শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯২ রান। খালেদের তিন উইকেটের পাশাপাশি শরীফুল শিকার করেছেন একটি উইকেট।


ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। খালেদ আহমেদের অফ স্টাম্পের বাইরে করা এক আউটসুইংয়ে ড্রাইভ করতে গিয়ে আউট হন ওপেনার নিশান মাদুশকা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি। স্লিপে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে সাজঘরে ফেরাতে ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজও।


প্রথম উইকেট হারানোর পর কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাদের স্বস্তিতে থাকতে দেননি বাংলাদেশের তিন পেসার। শরিফুল-খালেদের সুইংয়ের পাশাপাশি নাহিদ রানার গতির ঝড় সামলাতে সংগ্রাম করতে হয় দুজনকেই। 


তাদের জুটিটাও ভাঙেন খালেদ আহমেদ। তার হালকা লাফিয়ে ওঠা বলে দ্বিধান্বিত হয়ে যাওয়া মেন্ডিস ক্যাচ তুলে দেন গালিতে থাকা জাকির হাসানের হাতে। ঐ ওভারে ফিরেন করুরারত্নেও। বামহাতি করুনারত্নের জন্য রাউন্ড দ্যা উইকেটে এসে এক অসাধারণ ডেলিভারি করেন খালেদ। ভেতরে ঢোকা এক দুর্দান্ত বলের কোনো জবাব ছিল না এ লঙ্কান ওপেনারের কাছে, মাঠ ছাড়েন বোল্ড হয়ে।  


৪১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। এক ওভার পরেই শ্রীলঙ্কার সেই বিপদ আরো বাড়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের রান আউটে। অফসাইডে খেলে দ্রুত সিঙ্গেল নিতে চেয়েছলেন দীনেশ চান্দিমাল। সরাসরি এক থ্রোতে ম্যাথিউসকে রান আউট করে দেন শান্ত। 


বাংলাদেশকে পরের ব্রেকথ্রু এনে দেন শরিফুল। তার লেগ স্টাম্পের বল সামাল দিতে পারেননি চান্দিমাল। লেগ স্লিপে থাকা মিরাজের হাতে ক্যাচ তুলে দেন তিনি, দারুণ ক্যাচ লুফে নেন মিরাজ। ৬৭ রানেই অর্ধেক উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা।


প্রথম সেশনের ২২ ওভারের সবগুলোই করেন পেসাররা। প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন ০ রানে জীবন পাওয়া কামিন্দু মেন্ডিস এবং অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার রান ৯২। কামিন্দু ও ডি সিলভা যথাক্রমে ১২ ও ২৫ রানে অপরাজিত আছেন।