ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ১০০ বলের টুর্নামেন্ট-দ্য হান্ড্রেডের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে বুধবার । সাকিব-তামিমসহ বাংলাদেশের ১৬ ক্রিকেটার সেই ড্রাফটে নাম দিয়েছিলেন । তবে ড্রাফট থেকে কোনো ফ্রাঞ্চাইজি তাদের কিনতে আগ্রহ দেখায়নি।
২০২১ সালে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ১০০ বলের টুর্নামেন্ট শুরু করে। এবারের চতুর্থ আসরে সাকিব-তামিম ছাড়াও বাংলাদেশিদের মধ্যে ড্রাফটে নাম জমা দিয়েছিলেন লিটন দাস, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ তামিম, আফিফ হোসেন, শামিম পাটোয়ারী, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। এছাড়া মেয়েদের টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে নাম দিয়েছিলেন জাহানারা আলম।
বাংলাদেশিদের মধ্যে ড্রাফটে সবচেয়ে বেশি দাম ছিল সাকিবের। ৭৫ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। আগের তিববারও নাম দিলেও একবারও দল পাননি সাকিব। তামিম ও লিটন ছিলেন ৬০ হাজার পাউন্ড ক্যাটাগরিতে। এছাড়া তাসকিন ও শরিফুল ছিলেন ৫০ হাজার পাউন্ড ক্যাটাগরিতে। বাকিরা ছিলেন নো রিজার্ভ প্রাইস ক্যাটাগরিতে।
এবারের আসরের জন্য সব মিলিয়ে নারী-পুরুষ মিলিয়ে নিবন্ধন করেছিলেন ৮৯০ জন ক্রিকেটার। সেখান থেকে মাত্র ৭৫জন দল পেয়েছেন, যার মধ্যে বিদেশি ২৬জন। দলও পাওয়াদের তালিকায় আছেন ক্যারিবিয়ান তারকা নিকলাস পুরান, আন্দ্রে রাসেল, সিমরন হেটমেয়ার, রোভম্যান পাওয়েল ও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও শাহিন আফ্রিদি ও সদ্য ইসলামাবাদ ইউনাইটেডকে পিএসএল জেতানো ইমাদ ওয়াসিম দল পেয়েছেন। সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে নাসিমকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। ১ লাখ পাউন্ডে আফ্রিদিকে নিয়েছে ওয়েলশ ফায়ার। একই দামে ইমাদ গেছেন ট্রেন্ট রকসে।
তবে দল পাননি বারর আজম আজম ও মোহাম্মদ রিজওয়ানও। দল না পাওয়ার তালিকায় ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জেসন রয় ও মার্ক উডও আছেন। আগামী ২৩ জুলাই এবারের দ্য হান্ড্রেড মাঠে গড়াবে।