ধোনি নন মুস্তাফিজের চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন যিনি

ক্রিকেট দুনিয়া March 21, 2024 5,028
ধোনি নন মুস্তাফিজের চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন যিনি

আগামীকাল শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। ধারণা করা হচ্ছিল, ধোনির নেতৃত্বে এবার প্রথমবার চেন্নাইয়ের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে টুর্নামেন্ট শুরুর একদিন আগে বড় ধাক্কা খেলেন সিএসকে সমর্থকরা। অধিনায়কত্ব ছাড়লেন আইপিএলের সবচেয়ে বড় তারকা মহেন্দ্র সিং ধোনি


ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন মতে, ধোনিকে বাদ দিয়ে গায়কোয়াড়কে অধিনায়ক করার চমকপ্রদ এই সিদ্ধান্তটি চেন্নাই নয় বরং ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়েছে। অর্থাৎ ধোনিকে অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। তবে এই ব্যাপারে কিছু জানায়নি চেন্নাই।


বৃহস্পতিবার আইপিএলের ক্যাপ্টেইন কনক্লেভে ধোনির বদলে অংশ নিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এর পরই অধিনায়ক বদলের সিদ্ধান্তের কথা জানায় চেন্নাই। ২০১৯ সাল থেকে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন ঋতুরাজ। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে হলুদ জার্সির হয়ে ৫২টি ম্যাচ খেলেছেন তিনি।


চেন্নাইয়ের এমন সিদ্ধান্ত অনেকটা আচমকা ও অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে ক্রিকবাজ। যদিও ধোনি যেভাবে নিজের ক্যারিয়ার গড়েছেন, সে হিসেবে অতটা আশ্চর্যজনকও নয়। এর আগে ৪ মার্চ নিজের সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন ধোনি। যেখানে তিনি লিখেছিলেন, ‘আসন্ন নতুন মৌসুম এবং ‘‘ভূমিকা’’র (রোল) জন্য আর অপেক্ষা করতে পারছি না। সঙ্গেই থাকুন।’ সেই পোস্টের অন্তত দুই সপ্তাহ পর এসে নেপথ্য ঘটনা জানা গেল আজ। নতুন অধিনায়কের ঘোষণাই কী তাহলে ওই পোস্টের হেতু কি না, এখন সেই আলোচনা চলছে।


এর আগে, ২০২২ সালের আইপিএলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। সিএসকের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তার অধীনে শোচনীয় পারফরম্যান্স করেছিল চেন্নাই। সেই পরিস্থিতিতে জাদেজার হাত থেকে অধিনায়কত্বের দায়িত্ব ফেরত নিয়েছিলেন ধোনি।


সর্বশেষ আসর দিয়ে চেন্নাই ধোনির নেতৃত্বে যৌথ সর্বোচ্চ ছয়বার আইপিএলের শিরোপা জিতেছে। সমান সংখ্যকবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সও। সব প্রতিযোগিতা মিলিয়ে চেন্নাই ২৪৯ ম্যাচের মধ্যে ধোনির নেতৃত্বে খেলেছে ২৩৫ ম্যাচ। মাঝে ২০১৬ ও ২০১৭ আসরে চেন্নাই নিষিদ্ধ থাকায়, ১৪ ম্যাচ রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়কত্ব করেন তিনি। সবমিলিয়ে আইপিএলের কোনো ফ্র‌্যাঞ্চাইজিকে সর্বাধিক ২২৬ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও এই উইকেটরক্ষক ব্যাটারের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা।