মুস্তাফিজকে স্বাগত জানিয়ে ফেসবুকে যা লিখলো চেন্নাই

ক্রিকেট দুনিয়া March 19, 2024 4,649
মুস্তাফিজকে স্বাগত জানিয়ে ফেসবুকে যা লিখলো চেন্নাই

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) । শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবারই আইপিএল খেলতে দেশ ছাড়েন তিনি। এরই মধ্যে টুর্নামেন্টটিতে অংশ নিতে ভারতে পৌঁছে গেছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ।


মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। এরপর মুম্বাই হয়ে গিয়েছেন রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে এবার মুস্তাফিজ নামের ট্রেনটা চেন্নাইয়ে এসে থেমেছে। বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানের আইপিএলে এবারের ঠিকানা চেন্নাই সুপার কিংস।


আজ (মঙ্গলবার) দুপুরের আগে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে বিমানবন্দরের ছবি পোস্ট করে ভারত যাত্রার খবরটি জানিয়েছিলেন মুস্তাফিজ। লিখেছিলেন, ‘নিজের নতুন দায়িত্বে জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।’


কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে নিজের নিরাপদ গন্তব্যের বিষয়টিও জানিয়েছেন কাটার মাস্টার। এদিকে মুস্তাফিজ সিএসকে পৌছালে তামিল ভাষায় তাকে বার্তা দিয়ে সামাজিক যোগাযোগা মাধ্যমে চেন্নাই লেখেন, 'হুইসেল ভানাক্কাম, মুস্তাফিজুর! (স্বাগত মুস্তাফিজ!)'


বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশের এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। এবারেও বেস প্রাইজ দুই কোটি টাকাতেই তাকে দলে টেনেছিল মহেন্দ্র সিং ধোনি আর স্টিফেন ফ্লেমিং-এর দল। মুস্তাফিজকে ছাড়াই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই শিবির। আজ সেখানে যোগ দিতে পারেন তিনি।


আগামী ২২ মার্চ শুরু হওয়া আইপিএলের ফাইনাল হতে পারে আগামী ২৬ মে। সেখানে মুস্তাফিজকে ১২ মে পর্যন্ত পাবে ফ্যাঞ্চাইজিটি। বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট ৫১ দিনের জন্য এই বাঁ-হাতি পেসারকে ছুটি দিয়েছে বিসিবি।


চেন্নাই সুপার কিংস গত আসরের চ্যাম্পিয়ন। যে কারণে ধোনির দল এবারের আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে। অর্থাৎ ২২ মার্চ চেন্নাই ম্যাচ খেলতে নামবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। ওই ম্যাচে একাদশে মুস্তাফিজ সুযোগ পান কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।