লঙ্কানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া March 18, 2024 1,243
লঙ্কানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আজ (সোমবার) সকাল ১০টায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ । লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচটিতে হেরে গেছে টাইগাররা। তাই তৃতীয় ম্যাচটি হয়ে ওঠেছে অঘোষিত ফাইনাল । সিরিজ নির্ধারিত এই ম্যাচে যারাই জয় পাবে তারাই জিতবে ট্রফি।


টাইগার ক্রিকেটের লাকি ভেন্যু হিসেবে পরিচিত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। সিরিজের এই ম্যাচে বাংলাদেশ দল থেকে এরই মাঝে দুজন ছিটকে গিয়েছেন। দল থেকে ফর্মহীনতায় বাদ পড়েছেন অভিজ্ঞ লিটন দাস। আর ইনজুরিতে ছিটকে গিয়েছেন তানজিম হাসান সাকিব।


ম্যাচের জয়ের আগে টাইগার অলারাউন্ডার মেহেদী হাসান মিরাজ অবশ্য সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ম্যাচের আগের দিন আজ রোববার সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, ‘আমরা তো অবশ্যই ১০০% আশাবাদী। ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিতব এবং আমরা সিরিজটা জিতব।’


এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলংকা। টি-টোয়েন্টি সিরিজ হারায় ৫০ ওভারের ক্রিকেটে জিততে মরিয়া টাইগাররা।


অতীতে বাংলাদেশ-শ্রীলংকা ৫৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ মাত্র ১১টিতে জয় লাভ করে। ৪৩টিতে জয় পায় শ্রীলংকা। দুটি ম্যাচে কোনো ফল হয়নি।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ/মুস্তাফিজুর রহমান ।


শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুন নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিরা করুনারত্নে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা ।