তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ । সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিল টাইগাররা । তবে দ্বিতীয় ম্যাচে সে ধারা বজায় রাখতে পারেনি শান্ত-মিরাজরা। নাজমুল শান্তর দলকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে লঙ্কানরা। সিরিজটি ১-১ সমতায় থাকায় তাই আগামীকাল তৃতীয় ম্যাচটিই হতে যাচ্ছে অঘোষিত ফাইনাল ।
এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের স্কোয়াডে এসেছে পরিবর্তন। বাজে পারফর্ম্যান্সের জন্য বাদ পড়েছেন লিটন দাস। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। লিটনকে দলে না রাখার ব্যাপারটি কালই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক।
লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানবে আউট হয়েছেন লিটন। এছাড়া দীর্ঘদিন ধরেই একদিনের ক্রিকেটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না টাইগার এই ব্যাটার। তাই পারফর্ম করতে না পারার কারণেই দলে নিজের জায়গা হারিয়েছেন তিনি।
এদিকে আগামীকাল মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী মিরাজ। লিটনের প্রসঙ্গে মিরাজ বলেন, 'আপনি দেখেন যে লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি ওনি বাদ পড়েছে ওইরকম কিছু না, আকার ক্যামবেক করতে পারবে-এটা আমি মনে করি। উনার মধ্যে সেই সম্ভাবনা আছে। আমরা জানি উনি কেমন খেলোয়াড়। উনি যে বাদ পড়েছে, এই রকম কিছু না। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রুত বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।'
লিটনের বাদ পড়া দলের জন্য কড়া বার্তা কিনা এমন প্রশ্নে মিরাজ বললেন, 'জাতীয় দলে কিন্তু পারফরম্যান্স করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশে। তারপরও সবার আপ ডাউনস থাকে। আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি খারাপ খেললেও কিন্তু আপনি চান্স পাবেন না, এটা প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।'
নতুন নির্বাচক কমিটি নিয়ে মিরাজ বলেন, 'প্রত্যেকটা সিলেকশন প্যানেলের আলাদা আলাদা দর্শন থাকে। তাদের চিন্তা ভাবনা একেক রকম থাকে। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না। তাদের চিন্তা কি ছিলো, তাদের সাথে আমার ওইরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা অধিনায়ক জিনিসটা ভালো বলতে পারবে। একেক জনের একেক রকম চিন্তা ভাবনা থাকে।’
তবে সবকিছুর ঊর্ধ্বে পারফরম্যান্সকেই মাপকাঠি মানছেন মিরাজ ‘প্রত্যেকে প্লেয়ারের পারফরম্যান্স করতে হবে, এর আগেও বলেছি, এখনো স্টিল বলছি। পারফর্ম না করলে আপনি, আমার মনে হয় শুধু জাতীয় দল নয় দুনিয়ার কোথাও খেলতে পারবেন। পারফর্ম করেই আপনাকে খেলেতে হবে প্রত্যেকটা জায়গাতে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরম্যান্সের ক্ষেত্রে এবং কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেই জায়গায় কাজ করা উচিত।'