দেশের ক্রিকেটে বর্তমানে চলছে ব্যস্ত সূচি । একদিকে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে জাতীয় দল। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে চলছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। জাতীয় দলে না থাকায় বর্তমানে ডিপিএলে খেলছেন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে অধিনায়ক হিসেবে চলতি আসর খেলছেন তামিম। বিপিএল, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের স্টেডিয়ামগুলোতে সমর্থকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেলেও ডিপিএলে দর্শকদের উপস্থিতি থাকে না বললেই চলে।
আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ক্রিকইনফোর মাধ্যমে ডিপিএলের খোঁজ খবর রাখেন ক্রিকেটপ্রেমীরা। এ অবস্থায় প্রাইম ব্যাংকসহ দেশের ক্রিকেট সমর্থকদের মাঠে এসে ডিপিএলের ম্যাচ দেখার অনুরোধ করেছেন তামিম ইকবাল।
তামিম বলেন, ‘যারা প্রাইম ব্যাংকের সমর্থক আছেন আমি এটাই বলবো যে চেষ্টা করবেন মাঠে আসতে। মাঠে এসে খেলা দেখতে। এতে অনেক ক্রিকেটাররা অনুপ্রাণিত হয়। দলের মালিকরাও এতে অনুপ্রাণিত হয়। তারা অনেকগুলো টাকা খরচ করে দল গঠন করে। আমরা জানি যে, সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক সক্রিয়।’
অভিজ্ঞ এই ক্রিকেটার আরো বলেন, ‘মাত্র সিজন শুরু হলো। আমি অবশ্যই চাইবো যে অনেকগুলো রান করতে। মাত্র দুইটা ম্যাচ গিয়েছে। একটা বড় স্কোর করতে পারলে আমিও ভালো অনুভব করবো। এখন পর্যন্ত আমি আমার ব্যাটিং নিয়ে খুশি। আমি এটাই বলবো যে, আপনারা মাঠে আসুন।’