পাথিরানার ইনজুরিতে কপাল খুলতে যাচ্ছে মুস্তাফিজের

ক্রিকেট দুনিয়া March 14, 2024 4,720
পাথিরানার ইনজুরিতে কপাল খুলতে যাচ্ছে মুস্তাফিজের

আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের । জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরুর হওয়ার আগ মুহূর্তে একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত চেন্নাই শিবির । আগেই জানা ছিল চোটের কারণে এবারের আসরে প্রথম পর্ব মিস করবেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে। এবার নতুন দুঃসংবাদ পেতে হয়েছে পাঁচ শিরোপাজয়ী এ দলটিকে। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ইনজুরিতে পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির তরুণ লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।


গত মৌসুমে এ লঙ্কান তরুণ পেসার ছিলেন চেন্নাইয়ের অন্যতম সেরা বোলিং অস্ত্র। এবারের মৌসুম শুরুর আগে তারকা এ পেসারকে নিয়ে তাই চিন্তায় সিএসকে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান শ্রীলঙ্কার তরুণতুর্কি। জানা যায় তার বাঁ পায়ে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় ম্যাচটিতে নিজের পুরো কোটার বোলিং শেষ করতে পারেননি পাথিরানা।


আইপিএলের ১৫তম আসরে চেন্নাই সুপার কিংসের তৃতীয় সর্বাধিক উইকেটশিকারি ছিলেন মাথিশা পাথিরানা। ২০২২ সালে তার আইপিএল অভিষেকে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে তিনি পেয়েছিলেন ২টি উইকেট। তবে ২০২৩ সালের আইপিএলের ১৬তম আসরে তিনি ১২টি ম্যাচে নিয়েছিলেন ১৯টি উইকেট।


এবারের আসরে টাইগার পেসার মুস্তাফিজকে ২ কোটি রুপিতে দলে টেনেছে চেন্নাই সুপারকিংস। তাকে দলে নেয়ার কারণ হিসেবে দলটির প্রধান নির্বাহী বিশ্বনাথন বলেন, আমি বলব যে যাদেরকে নেয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।


আইপিএল শুরুর এক সপ্তাহ আগে নাম প্রত্যাহার করলেন তারকা ইংলিশ ক্রিকেটার

তবে ধোনির দলে জায়গা পেলেও মূল একাদশে ফিজের জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো কিছুদিন আগে একটি সম্ভাব্য একাদশ প্রকাশ করেছিল। যেখানে ছিল না মোস্তাফিজের নাম। তাদের সাজানো একাদশে থাকা তিন পেসারের মধ্যে ছিলেন ভারতের দীপক চাহার, বিদেশি কোটায় মাথিশা পাথিরানা আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন তুষার দেশপান্ডে।


তবে মাথিশা ইনজুরিতে পড়ায় সুযোগ হয়ে আসতে পারে মুস্তাফিজের। যদিও মাঠে সময়টা ভালো যাচ্ছে না টাইগার এই পেসারের। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভুলে যাওয়ার মতো পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন তিনি।