তিন নম্বরে ব্যাট করতে নেমে কত রান করলেন তামিম?

ক্রিকেট দুনিয়া March 14, 2024 4,912
তিন নম্বরে ব্যাট করতে নেমে কত রান করলেন তামিম?

ডিপিএলের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে সকাল নয়টার নির্ধারিত টসে কোথাও দেখা গেল না তামিমকে। তার বদলে টস করতে নামেন মোহাম্মদ মিঠুন।


প্রতিপক্ষের কাছে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রাইম ব্যাংক। ব্যাটিংয়ে ওপেনিংয়েও দেখা মিললো না তামিমের। ইনিংস উদ্বোধন করতে নামেন শাহাদাত হোসেন দীপু এবং পারভেজ ইমন।


ধারণা করা হচ্ছিল, তামিম হয়তো খেলছেন না এই ম্যাচ। অবশ্য পরমুহূর্তেই জানা যায় কারণ। ঢাকা থেকে সাভারে যাওয়ার পথে জ্যামে আটকে গেছেন তামিম। যে কারণে মাঠে আসতে বিলম্ব। শেষমেশ তামিম যতক্ষণে মাঠে পৌঁছান ততক্ষণে ইনিংসের ২০ ওভারের বেশি সময় পেরিয়ে গেছে। তবে প্রাইম ব্যাংকের অধিনায়কের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, দুই উদ্বোধনী ব্যাটার দারুণ শুরু এনে দেন দলকে।


শাহাদাত হোসেন দীপু এবং পারভেজ ইমন-দুজনেই ম্যারাথন ইনিংসে ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেয়েছেন। জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া এই দুই ব্যাটারের ওপেনিং জুটি থেকে আসে ২৪৬ রান। ১০ চার ও ৪ ছক্কার মারে ১১১ বলে ১১৯ রান করেছেন দিপু। এ ছাড়া পারভেজ ইমন করেন ১২৯ বলে ১৫১ রান। তার দেড়শো রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৮ ছক্কার মারে।


দিপুর বিদায়ের পর ওয়ানডাউনে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেননি তামিম। ৪১ তম ওভারে সালাহউদ্দিন শাকিলের বলে মিডঅফে রাহির হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৬ রান। তামিম ফিরলেও এরই মধ্যে দুই ওপেনারের সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক।


সূত্রঃ ঢাকা পোস্ট