তানজিম সাকিবকে প্রশংসায় ভাসালেন মুশফিক

ক্রিকেট দুনিয়া March 14, 2024 7,358
তানজিম সাকিবকে প্রশংসায় ভাসালেন মুশফিক

বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা । টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দিয়ে ছিলেনপাতুম নিশাঙ্কা-আভিস্কা ফার্নান্ডো জুটি। তাতে বাড়ছিল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্তর কপালে দুশ্চিন্তার ভাঁজ। অবশেষে অধিনায়কের স্বস্তি ফেরালেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। নিজের টানা তিন ওভারে ফেরালেন তিন লঙ্কান ব্যাটারকে।


নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জেতানো এই ক্রিকেটার এবার আলো কাড়লেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে। বিশ্বকাপেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পেয়েছিলেন ৩ উইকেট। এবার আরও একবার লঙ্কানদের মুখোমুখি হয়ে আরও ৩টি উইকেট। অবশ্য উইকেটের সংখ্যা দিয়ে পারফরম্যান্সের গুরুত্ব বোঝানো কঠিন। কারণ ৩টি উইকেট পেয়েছেন আরও দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও।


মূলত তানজিমই ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের মোড়। লঙ্কানরা দারুন শুরুর পর তার কাছেই হারায় প্রথম তিনটি উইকেট। ম্যাচ শেষে মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে ম্যাচের মোড় ঘুরানোর কৃতিত্ব দিয়েছেন তরুণ পেসারকে।


'উইকেটে শুরু থেকেই যথেষ্ট সহায়তা ছিল। আমাদের প্রথম স্পেল আহামরি ভালো হয়নি। শরিফুল গত এক-দেড় বছর ধরে মাশাআল্লাহ খুব ভালো করছে, তাসকিনও ভালো করছে। পরিকল্পনা হয়ত বাস্তবায়ন হয়নি। কিন্তু যেভাবে কামব্যাক করেছে, আউটস্ট্যান্ডিং। সাকিব পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, টার্নিং পয়েন্ট ঐ জায়গাটাই। ৩টা উইকেট খুব ভালো সময়ে নিয়েছে। তাসকিন যেভাবে কামব্যাক করেছে, শেষদিকে শরিফুল… সব মিলিয়ে বোলিং এবং ফিল্ডিং এফোর্ট আউটস্ট্যান্ডিং ছিল।'


তানজিম সাকিবের শুধু পারফরম্যান্সই নয়, আগাগোড়া সব কিছুই মনে ধরেছে মুশফিকের। তিনি বলেন, 'যদি ভুল না করি, শেষ ওয়ানডেতেও ও ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে। ও যে বোলিং করে, প্রথম থেকেই শুধু উইকেট নেওয়ার জন্য না। ওর যে ইচ্ছা আর ওয়ার্ক ইথিক। পেস বোলারদের মধ্যে এমনটাই থাকতে হয়। একজন তরুণ যখন এসেই… প্রক্রিয়া, খাওয়াদাওয়া, ফিটনেস বা ওয়ার্ক ইথিক… সবসময় চেষ্টা করে। আগ্রাসন, চেষ্টা এগুলো অনেক বড় ফ্যাক্ট। তরুণ কেউ এসব করলে দলের জন্য বাড়তি পাওয়া। ভালো অভ্যাস নিয়ে এই পরিবেশে আসলে আপনাকে আর শেখাতে হবে না।'