ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটা স্বপ্নের মতো কেটেছে যশস্বী জয়সওয়ালের । জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। এবার আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ২২ বছর বয়সী এই ওপেনার।
আজ মঙ্গলবার (১২ মার্চ) ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে আইসিসি। তাতে নিউজিল্যান্ডের সেরা তারকা কেন উইলিয়ামসন এবং শ্রীলঙ্কার ওপেনার পাতুম নিশাঙ্কাকে পেছনে ফেলে মাসসেরা হয়েছেন তিনি।
খুব কম খেলোয়াড়ই জয়সওয়ালের মতো নৈপুণ্য দেখিয়ে ক্যারিয়ার শুরু করতে পেরেছেন। পরিসংখ্যান বলছে এরই মধ্যে তিনি সময়ের অন্যতম সেরা ওপেনারের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে জয়সওয়ালই সর্বোচ্চ রান সংগ্রাহক। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে রানের দিক থেকে ওসমান খাজাকে ছাড়িয়ে গেছেন তিনি। এই সিরিজ চলাকালীন ফেব্রুয়ারি মাসে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করেন জয়সওয়াল।
ভারতের প্রথম এবং একমাত্র ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৭০০ কিংবা তার বেশি রানের নজির গড়েছেন যশস্বী জয়সওয়াল। সিরিজে ৭১২ রান করেছেন এই তরুণ ওপেনার। এর মধ্যে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি। তাও আবার পরপর দু-ম্যাচে। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১৯ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন জয়সওয়াল এবং রাজকোটে পরের টেস্টেই দ্বিতীয় ইনিংসে আরও একটি ডাবল সেঞ্চুরি হাঁকান, যা ভারতকে সিরিজে এগিয়ে দেয়।
ফেব্রুয়ারি মাসজুড়ে এই ২২ বছর বয়সী তরুণ ওপেনার বেশ কিছু রেকর্ড গড়েছেন। রাজকোটে এক ইনিংসে ১২টি ছক্কা মেরে তিনি ওয়াসিম আকরামের ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভাগ বসান।
২২ বছর ৪৯ দিন বয়সে টানা দুই ডাবল সেঞ্চুরি তাকে ডোনাল্ড ব্রাডমান ও বিনোদ কাম্বলির পর তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির মালিক করেছে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন মার্চ মাসে তিনি টেস্ট ক্যারিয়ারের হাজার রান পূর্ন করেছেন। মাত্র ১৬ ইনিংসে এই রান করে তিনি ভারতের পক্ষে দ্বিতীয় কনিষ্ঠ হাজার রান করা ক্রিকেটার হয়েছেন। ১৪ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করে এই রেকর্ড নিজের দখলে রেখেছেন বিনোদ কাম্বলি।
মাসসেরা হয়ে জয়সওয়াল বলেন, 'আইসিসির অ্যাওয়ার্ড জিতে আমি সত্যিই অনেক খুশি এবং আশা করি ভবিষ্যতে আরও অনেকবার জিতব আমি। এটা সেরাদের একটা এবং আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজ ছিল।'
তিনি যোগ করেন, 'আমি এটা সত্যিই উপভোগ করছি, যেভাবে আমি খেলেছি এবং যেভাবে এটা চলছে। আমরা সিরিজটি ৪-১ এ জিতেছি। এটা আমার সকল সতীর্থের সঙ্গে অবিশ্বাস্য অভিজ্ঞতা এবং আমি এটি উপভোগ করেছি।'