হঠাৎ করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল খান। এরপর প্রায় আট মাস পার হয়ে গেলেও এই টাইগার ব্যাটারের অবসর নেওয়ার কারণ খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়ে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে একাধিক বার প্রশ্ন করলে, উত্তরে বারবার বলেছেন তামিমের অবসরের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
সোমবার (১১ মার্চ) দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে তামিমের সাক্ষাৎকার প্রকাশ করা হয়। যেখানে এই টাইগার ব্যাটার তার অবসর নিয়ে খোলামেলাভাবে কথা বলেছেন। এ সময় তামিমকে প্রশ্ন করা হয় তার অবসরের আসল কারণ বিসিবি জানেন কি না। জবাবে তিনি বলেন, বিসিবির সবাই জানে আমি কেনো অবসর নিয়ে ছিলাম।
তিনি বলেন, আমার তদন্ত কমিটির সঙ্গে বসার কোনো কারণ ছিল না। কারণ, আমি বিশ্বকাপ দলে ছিলাম না। সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি।
সুতরাং বিসিবি তামিমের কথা থেকে পরিষ্কার হয় যে তার অবসর নেওয়ার কারণ সম্পর্কে সবাই জানতো। অথচ এই বিষয়টি নিয়ে দিনের পরদিন মিথ্যাচার করে গেছে বিসিবি।
বিসিবির তদন্ত কমিটির রিপোর্টে কি রয়েছে তা এখনও প্রকাশ করেনি। বিপরীতে রিপোর্ট নিয়ে নতুন নাটকের সৃষ্টি করেছে তারা। কয়েকদিন আগে দেশের বেসরকারি একটি গণমাধ্যমে প্রকাশ করা হয়, বিশ্বকাপ ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে বিসিবির দুই পরিচালককে।
এরপর গত শনিবার সভা শেষে তদন্ত রিপোর্ট নিয়ে বিসিবি সভাপতি বলেন, এই রিপোর্টে কোনো পরিচালকের নাম নেই। শুধু তাই নয়, এসব নিয়ে এক লাইনও লেখা নেই এই রিপোর্টে। আমাকে রিপোর্টা তারা জমা দিয়েছে।
অন্যদিকে কয়েক দিন আগেই তদন্ত কমিটির একজন সদস্য দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, তদন্ত রিপোর্টে অনেক সংবেদনশীল বিষয় রয়েছে। যা প্রকাশ করা ঠিক হবে না। এর সঙ্গে দুই একজন বোর্ড পরিচালকও জড়িত রয়েছে।
সূত্রঃ আরটিভি অনলাইন