তামিমের শর্ত দিয়ে দলে ফেরা নিয়ে যা বললেন সুজন

ক্রিকেট দুনিয়া March 11, 2024 8,950
তামিমের শর্ত দিয়ে দলে ফেরা নিয়ে যা বললেন সুজন

তামিম জানিয়েছেন লাল-সবুজের জার্সিতে ফিরতে হলে কিছু বিষয় ঠিক করতে হবে। তবে বোর্ড পরিচালকদের সঙ্গে গতকাল বসেছেন তামিম। যদিও সেই সিদ্ধান্ত ঝুলে আছে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার ওপর।


তবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন জানালেন এর একটা সুরহার কথা। আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিমের বিষয় নিয়ে তিনি বলেন, 'বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য তামিম খুব গুরুত্বপূর্ণ এক ক্রিকেটার। সেটা বোর্ড সিদ্ধান্ত নেবে, ও যেহেতু বলেছে বোর্ডের সাথে বসবে, পাপন ভাইয়ের সাথে কথা বলতে চেয়েছেন।'


'পাপন সেই সিরাজ ভাই জালাল ভাইকে সে দায়িত্বটা দিয়েছে। কখন বলবে কখন তাদের সময় হয় এতদিন সময় লাগছে কেন কারণ সবাই আমরা বাংলাদেশে থাকি সেই সময়টাই কেন হচ্ছে না আমি জানিনা। আমি মনে করি যত তাড়াতাড়ি বসে একটা সুরহা করা যাবে। এমন একটা ব্যাপার হয়ে গেছে টক অব দ্য টাউন হয়ে যাচ্ছে বারবার। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট অনেব উদ্ধ্বে সবকিছুর।'-যোগ করেন সুজন।


তামিমের এই বিষয় নিয়ে বেশি জলঘোলা হচ্ছে কি না এমন প্রশ্নে সুজন বলেন, 'আমি বলতে পারব না ‘নো কমেন্টস’। দেখেন তামিমের অভিজ্ঞতা বা পারফর্মম্যান্স নিয়ে তো কোনো কথা নেই। মিডিয়াতে আমিও শুনি। তামিমের সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছে না। এবারের বিপিএলে তামিমের সাথে আমার শুধু হাত মেলানো হয়েছে বাট ওইভাবে বসে কথা হয়নি। বলতে পারব না আসলে ও কি চাচ্ছে না চাচ্ছে। ও আলাদা করে সভাপতি স্যারের সাথেই বসতে চেয়েছে। আমাদের কথা না বলাই ভালো।'


তামিমের শর্ত দিয়ে জাতীয় দলে খেলা নিয়ে সুজন বলেন, 'আমরা চাই তামিম ফিরে আসুক। তবে শর্ত দিয়ে খেলবে এই কথাটা শুনতে যেন কেমন দেখায় একজন ক্রিকেটার হিসেবে। আমি জাতীয় দলের হয়ে খেলব জাতীয় দলটা অনেক আগে। টিম ম্যানেজমেন্ট কোচ সিলেক্টর আছেন তারা যদি চিন্তা করেন অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে শর্তে সেটা কতটা যৌক্তিক সেটা আমি নিজেও বলতে পারব না।'


সূত্রঃ ঢাকা পোস্ট