জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে যা বললেন সালাউদ্দিন

ক্রিকেট দুনিয়া March 11, 2024 17,226
জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে যা বললেন সালাউদ্দিন

ড্যাশিং ওপেনার তামিমের বিপিএলের দারুণ ফর্ম অব্যাহত থাকবে ঢাকা প্রিমিয়ার লিগেও। এমন প্রত্যাশা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তামিমকে পুরো মৌসুমের জন্য পাওয়াটাও দলের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন দেশসেরা কোচ।


বিপিএল শেষেই মেরুদণ্ডের চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডন। শিরোপা উদযাপনটাও হয়নি ঠিকঠাক। দেশে ফিরেই মাঠে তামিম ইকবাল। এবার প্রাইম ব্যাংকের জার্সিতে।


ঢাকা প্রিমিয়ার লিগে গেলো দুই মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন মোটে ৬ ম্যাচ। যদিও এই ৬ ম্যাচেই করেছেন ৩ সেঞ্চুরি। আপাতত জাতীয় দল থেকে দূরে থাকা তামিমকে এবার তাই পুরো মৌসুমই পাবে ঢাকা লিগের সাবেক চ্যাম্পিয়নরা।


স্বপ্নের মতো একটা বিপিএল পার করেছেন তামিম। ফরম্যাট ভিন্ন হলেও, তার রানে থাকাটাই স্বপ্নবাজ করছে প্রাইম ব্যাংককে। বিপিএল ফাইনালে যিনি ছিলেন প্রতিপক্ষ শিবিরে, এবার তার সঙ্গেই করছেন পরিকল্পনা। তামিম বন্দনায় মেতেছেন কোচ সালাউদ্দিনও।


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'ফরম্যাট দুইটা দুই রকম। তবে তামিম যে দলেই থাকবে, সে দলের জন্যই একটু বাড়তি পাওয়া। তামিমের মতো খেলোয়াড় থাকলে দলে খেলোয়াড়দের আরও আত্মবিশ্বাস বারে। তামিম খুব ভালো রিদমে আছে। সিনিয়র ক্রিকেটার হওয়ায় জুনিয়রদেরও গাইড করতে পারবে। অন্যান্য ছেলেরাও তামিম থেকে অনেক কিছু শিখতে পারবে।'


বিশ্বকাপ থেকেই জাতীয় দলের বাইরে তামিম। কবে ফিরবেন সেটারও ঠিক নেই। বিসিবি'র সঙ্গে বসার কথা থাকলেও, বারবার সেই দিনক্ষণ পিছিয়েছে। তামিমও ইঙ্গিত দিয়েছেন দলে ফিরতে হলে আছে তার কিছু দাবি। দেশ সেরা কোচ মনে করিয়ে দিলেন এখনো জাতীয় দলে তামিমের দেয়ার বাকি অনেক কিছু।


প্রাইম ব্যাংকের কোচ বলেন, 'আমার মনে হয়, তামিম ক্লিয়ার করে সব বলেছে। তবে আমি মনে করি, বাংলাদেশের ক্রিকেটকে তামিমের দেয়ার অনেক কিছু আছে। বাকিটা বোর্ড সিদ্ধান্ত নেবে।'


সূত্রঃ সময় টিভি অনলাইন