পিএসএলে ৪৬০ রানের থ্রিলার, শেষ বলে নাটকীয় জয়

ক্রিকেট দুনিয়া March 11, 2024 1,335
পিএসএলে ৪৬০ রানের থ্রিলার, শেষ বলে নাটকীয় জয়

পিএসএলের গ্রুপ পর্বের ম্যাচে এক দল আগে ব্যাট করে ২২৮ রান তুলে। ১২০ বলের ম্যাচে পাহাড় সমান রান করেও তারা স্বস্তিতে থাকতে পারলো না। কারণ বড় স্কোরও যে জয়ের গ্যারান্টি না! শেষ পর্যন্ত হতাশাতেই থাকতে হলো তাদেরকে। প্রতিপক্ষ এই ১২০ বলেই উল্টো ২২৮ রানের বদলে করেছে ২৩২ রান।


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গ্রুপ পর্বের ম্যাচে আজ এমন ঘটনাই ঘটেছে। টেবিল টপার মুলতান সুলতান্স ২২৮ রান করেও জিততে পারলো না। তাদের বিশাল এই স্কোরকে টপকে গেছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতানকে তারা হারিয়েছে ৩ উইকেটের ব্যবধানে।


রোমাঞ্চকর এই ম্যাচে জয়ে পিএসএলের লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামাবাদ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১১। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো মুলতান সুলতান্স। পেশোয়ার জালমিরও ৯ ম্যাচে পয়েন্ট ১১। যদিও রান রেটে পিছিয়ে তারা।


রোববার (১০ মার্চ) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মুলতান সুলতান্স। উসমান খানের ৫০ বলে দুর্দান্ত এক সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে মুলতান। ১৫ বাউন্ডার আর ৩ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৮ বলে ৪২ রান করেন জনসন চার্লস।


জবাবে ব্যাট করতে নেমে ৪ রানে ২ উইকেট হারালেও থমকে যায়নি ইসলামাবাদ। ওপেনার কলিন মুনরো ৪০ বলে ৮৪ এবং অধিনায়ক শাদাব খান ৩১ বলে ৫৪ রান করে দলকে দারুণ এক জয় এনে দেন। শেষ দিকে ইমাদ ওয়াসিম ১৩ বলে ৩০, ফাহিম আশরাফ ১৪ বলে ২৩ রান করে জয়ে অবদান রাখেন।


সূত্রঃ চ্যানেল ২৪