বিজেপির হয়ে ভারতের রাজনীতিতে আসছেন শামী!

ক্রিকেট দুনিয়া March 10, 2024 14,069
বিজেপির হয়ে ভারতের রাজনীতিতে আসছেন শামী!

ওয়ানডে বিশ্বকাপের শুরুর দিকে তাকে খেলানোই হচ্ছিল না। হার্দিক পান্ডিয়ার চোটে একাদশে ফেরেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ফাইনালে তুলতেও বড় ভূমিকা ছিল তার। সব ম্যাচ না খেলেও টুর্নামেন্টের সেরা বোলার ছিলেন তিনি।


বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে মাঠে দেখা যায়নি শামিকে। সর্বশেষ জানা যায়, আসন্ন আইপিএলেও খেলতে পারছেন না তিনি। গোড়ালির চোটের অস্ত্রোপচার করাতে যেতে হবে ইংল্যান্ড। এই যখন অবস্থা, তখন শামিকে নিয়ে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। এবার আলোচনাটা খেলার মাঠ কেন্দ্রিক নয়।


খেলার মাঠ রাতারাতি বদলে গিয়েছে রাজনীতির ময়দানে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির হয়ে ভোট ময়দানে নামতে চলেছেন ভারতীয় এই তারকা পেসার। এরই মধ্যে তার কেন্দ্র নিয়েও জল্পনা শুরু হয়ে গেছে। তার লোকসভা কেন্দ্র হতে পারে পশ্চিমবঙ্গের বসিরহাট। যদিও শামির নিজের ইচ্ছা উত্তরপ্রদেশের কোনো আসন থেকে দাঁড়ানোর।


বিশ্বকাপ ফাইনালে হারের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জড়িয়ে ধরেছেন, সেই মোদির সরকারই তাকে অর্জুন পুরস্কার দিয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন বিজেপির তরফে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।


সূত্রঃ ঢাকা পোস্ট