শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপন নিয়ে যা বললেন শান্ত

ক্রিকেট দুনিয়া March 9, 2024 4,499
শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপন নিয়ে যা বললেন শান্ত

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর ঘড়ির অর্থই যেন বদলে গেছে এই দুই দলের দ্বৈরথে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করার সেই ঘটনার পর থেকে ঘড়িকে ঘিরেই অনেক গোলমাল। সিরিজের প্রথম ম্যাচে উইকেট পেয়ে ঘড়ি দেখিয়ে উদযাপন করেছিলেন শরিফুল ইসলাম, কাল ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কাও উদযাপন করল ঘড়ি দেখিয়ে। সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত ও কুশল মেন্ডিস, দুজনকেই বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হল ঘড়ি নিয়ে!


সিরিজসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন কুশল মেন্ডিস। তার ব্যাটিং, নুয়ান থুসারার বোলিং সব ছাপিয়ে প্রশ্ন বেশি হল 'ঘড়ি' নিয়েই, 'কিসের উদযাপন? কেউ কেউ টাইমড-আউট এর মত উদযাপন করছিল, কেন করছিল আমি জানি না। আমরা আমাদের ব্যপারগুলো উদযাপন করতেই পারি। আমার মনে হয় আমরা উদযাপন করেছি কারণ আমরা খুশি।'


শ্রীলঙ্কার এমন উদযাপন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল শান্তকেও। যতদূর জানা যায়, সাকিব আল হাসানকে এই নিয়মের কথা জানিয়েছিলেন শান্তই। প্রতিপক্ষের এমন উদযাপন সম্পর্কে জানতে চাইলে শান্ত'র উত্তর, 'আমার মনে হয় আমরা সেই ব্যপারটা পেছনে ফেলে এসেছি।


টাইমড আউট নিয়েই তো দেখিয়েছে, আমার মনে হয় ওরা ওই জায়গা থেকে বের হইতে পারে নাই। আমার মনে হয় ওদের বের হয়ে আসা উচিত আর বর্তমানে থাকা উচিত। আমরা নিয়মের বাইরে কিছু করি নাই। (ওরা) একটু বেশিই মাতামাতি করেছে তো করুক, এটা নিয়ে আমরা চিন্তিত না।'


শান্ত এমনটা বলেছেন, তাতে শ্রীলঙ্কার কি প্রতিক্রিয়া সেই উত্তর দিয়েছেন সহকারী কোচ নাভেদ নাওয়াজ, 'আমার মনে হয় আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। আমাদের উদযাপনটাকে ভুলভাবে ব্যখ্যা করা হচ্ছে। খেলার উত্তেজনায় সেটা ঘটেছিল। দুটো দলেরই উচিত ব্যপারটা ভুলে যাওয়া আর সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।'


ঘড়ির কাঁটায় এগিয়ে দিনরাত হয়ে বিশ্বকাপের সেই ম্যাচের মাসপাঁচেক পেরিয়ে গেছে। গতকাল বিসিবির বোর্ডসভায় বিসিবি সভাপতি বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির প্রতিবেদনও দেখিয়ে বলেছেন যে কিছুই পাওয়া যায়নি। এত জল গড়ানোর পরও থামেনি ঘড়ির গোলমাল! বরং আসন্ন ওয়ানডে এবং টেস্ট সিরিজে হয়তো আরো দেখা যাবে ঘড়ি কান্ডের নতুন নতুন সব পর্বের।


সূত্রঃ দেশ রূপান্তর