বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা। ‘নাগিন-নাচ’, ‘টাইমড আউট’ বিতর্ক এই দুই দলের লড়াইকে আরও জমিয়ে তুলেছে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘স্নিকো-বিতর্ক’ দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছিল। এবার সিরিজের শেষ ম্যাচেও দেখা গেলো বিতর্কের নতুন অধ্যায়। আউট হওয়ার পর লঙ্কান ক্রিকেটারদের দিকে তেড়ে যেতে দেখা যায় তাওহিদ হৃদয়কে।
১৭৫ রানের জবাবে তখন ব্যাট করছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন শ্রীলঙ্কার নুয়ান তুশারা। প্রথম বলেই ফেরান শান্তকে। এরপর ক্রিজে আসেন হৃদয়। পরের বলে তাকেও ফেরান তুশারা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয় মাঠে।
শ্রীলঙ্কার ফিল্ডারদের জটলার দিকে তেড়ে যান হৃদয়। সেখানেই ফিল্ডারদের সঙ্গে বাদানুবাদে জড়াতেও দেখা যায় তাকে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আম্পায়ার তানভীর আহমেদ, সৌম্য সরকাররা। ধারণা করা হচ্ছে, প্রথম বলেই আউট হয়ে তাদের অতিরিক্ত উদযাপনে মেজাজ ধরে রাখতে পারেননি হৃদয়।
সূত্রঃ চ্যানেল ২৪