সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ (শনিবার) মুখোমুখি হয়েছে দু’দল। আগের দুই ম্যাচের মতো এদিনও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম দুই ম্যাচে সেরা একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পেসারের সাথে ছিল দুই স্পিনার। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ২৪০ বলে দুই দল পেয়েছে মোট ৪০৯ রান। পরের ম্যাচে ১১ বল বাকি থাকতেই আসে ৩৩৫ রান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি বিকাল ৩টায় শুরু হবে। চোটের কারণে ছিটকে যাওয়া মাথিশা পাথিরানার জায়গায় আজ খেলছেন আকিলা ধনঞ্জয়া।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ-
কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ওয়য়ানিন্দু হাসারাঙ্গা, (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহেশ থিকশানা, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।