ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দ্য হান্ড্রেডের চতুর্থ আসর মাঠে গড়াবে চলতি বছর। আসন্ন এই টুর্নামেন্টের ড্রাফটে নাম দিয়েছেন দুনিয়া জুড়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে মাতানো বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া সদ্য সমাপ্ত বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়া তামিম ইকবালও নাম লেখিয়েছেন।
বাংলাদেশ পুরুষ দল থেকে মোট ১৫ জন ক্রিকেটার দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছেন। এছাড়া নারী দল থেকে ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশের একমাত্র নারী ক্রিকেটার হিসেবে নাম দিয়েছেন এই অলরাউন্ডার।
পুরুষদের ড্রাফট্র সাকিব-তামিম ছাড়া আরো রয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, জাকের আলীরা।
আগামী ২০ মার্চ দ্য হান্ড্রেডের ড্রাফট অনুষ্ঠিত হবে। এই ড্রাফটকে সামনে রেখে আজ (৫ মার্চ) খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। এই ড্রাফটে ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার পুরুষদের টুর্নামেন্টের জন্য নিবেদন করেছে। যেখানে সবচেয়ে দামী ১ লাখ ২৫ হাজার পাউন্ডের শ্রেনিতে রয়েছে ৭ বিদেশি ক্রিকেটার।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ পাউন্ডের শ্রেনিতে রয়েছেন ৯ জন এবং তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডের শ্রেনিতে রয়েছন ১৪ জন বিদেশি ক্রিকেটার।
বাংলাদেশিদের মধ্যে দুই ওপেনার তামিম-লিটন রয়েছেন ৬০ হাজার পাউন্ডের শ্রেনিতে। দুই পেসার তাসকিন ও শরিফুল রয়েছেন ৫০ হাজার পাউন্ডের শ্রেনিতে। তবে অন্যান্য বাংলাদেশি ক্রিকেটারদের দাম উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, দ্য হান্ড্রেড টুর্নামেন্টেটি ১০০ বলে খেলা হয়ে থাকে। ২০২১ সালে মাঠে গড়ায় এর প্রথম আসর। আগামী জুনে চতুর্থ আসর মাঠে গড়াবে।
সূত্রঃ ক্রিফোস্পোর্টস