সাইফুদ্দিন এর মেসেজই দেখেন না হাথুরুসিংহে

ক্রিকেট দুনিয়া March 2, 2024 6,337
সাইফুদ্দিন এর মেসেজই দেখেন না হাথুরুসিংহে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের কোনো ফরম্যাটেই নেই এই পেস বোলিং অলরাউন্ডার। তবে সেটা নিয়ে কোনো আক্ষেপও নেই তার। গতকাল বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।


এ সময় সাইফউদ্দিন বলেন, ‘না, না। আক্ষেপ নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিসিবি আমাকে মনে করেছে বিশ্রাম প্রয়োজন। আমি মনে করি পুরো ফিট হয়ে গেলে ভালো হবে।'


হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা হয়েছে কি না এই প্রশ্নে সাইফউদ্দিন বলেন, ‘না, প্রথম যখন এসেছিলাম আমি জিজ্ঞেস করেছি কী ব্যাপার, তোমাকে আমি হোয়াটস অ্যাপে মেসেজ দিয়েছি, রিপ্লাই দেও নাই।


বলেছে, 'খেয়াল করিনি। তুমি তো এখন ইনজুরড। সুস্থ হলে পরিকল্পনা করবো তোমাকে নিয়ে।' এখন মেসেজ দেবো কিনা মুডের ওপর নির্ভর করবে।'


ইনজুরি থেকে ফিরে বিপিএলে ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। বল হাতে দেখিয়েছেন ঝলক, কাবু করেছেন বিপক্ষ দলের তারকা সব ক্রিকেটারদের। এছাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে রেখেছেন বড় ভূমিকা।