বিপিএলে ফরচুন বরিশালের হয়ে কাজ করেছেন ডেভ হোয়াটমোর। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করেছেন দলকে।
একমাত্র বিদেশি কোচ হিসেবে কেমন অনুভূতি? কুমিল্লাকে ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে বরিশাল যখন চ্যাম্পিয়নশিপ উদযাপনে ব্যস্ত তখন এই প্রশ্নে হোয়াটমোর বলেন, ‘অসাধারণ অনুভূতি, দারুণ লাগছে।’
এর আগে তিনবার ফাইনাল খেললেও বরিশাল নামক ফ্র্যাঞ্চাইজিটি শিরোপা জিততে পারেনি। অবশেষে তামিম ইকবালের হাত ধরে প্রার্থিত শিরোপার স্বাদ পেল বরিশাল।
শুক্রবার রাতে কুমিল্লা আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ব্যাটে ভর করে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল। নিশ্চিত করে প্রথম শিরোপা জয়।
সাকিব আল হাসান যা পারেননি, সেটা তামিম ইকবাল পেরেছেন। যেন দুই বছর আগের হারের সেই ক্ষত শুকানোর মতো। কিংবা মধুর প্রতিশোধ।
যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ১ রানে হেরে বিপিএলের শিরোপা বঞ্চিত হয়েছিল ফরচুন বরিশাল, সেই দলকে হারিয়েই আজ প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে তারা। তাতে টুর্নামেন্টটি পেয়েছে এক নতুন চ্যাম্পিয়ন