বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্লে-অফে খেলেছিল রংপুর রাইডার্স। চলতি বিপিএলেও দুর্দান্ত ভাবে দলকে এগিয়ে নিচ্ছে এই উইকেটরক্ষ্ক ব্যাটার। নেতৃত্ব ছাড়াও দলের প্রয়োজনে ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন তিনি। তবে কুমিল্লার বিপক্ষে মাঠে নামার আগে সাংবাদিকের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারায় রাইডার্স অধিনায়ক।
সোমবার প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ছটায় মিরপুরে গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন সেরে নিয়েছে সাকিব-সোহানরা। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সোহান।
অফ-ফর্ম নিয়ে আসা প্রশ্নে সাংবাদিকের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিয়ে সোহান বলেছেন, ‘অফ ফর্ম বলতে, ১২ ম্যাচের মধ্যে ১২টিতেই রান করবো? ৫ ম্যাচে যে অবদান রেখেছি দেখেছেন? হয়তো আপনি আমাকে পছন্দ করেন না, না হলে খেলা বোঝেন না। খেলা বুঝলে, আমি যে জায়গায় খেলছি পরিসংখ্যান দেখবেন, দুইশোর উপরে রান করেছি, কোন জায়গায় ব্যাটিং করেছি কী থেকে কী করেছি এটা দেখে প্রশ্ন করা উচিত। সবসময় দলের জন্য অবদান রাখার চেষ্টা থাকে। দল কী চাচ্ছে। সেটা আমি দিতে পারছি কিনা এটাই মূল লক্ষ্য থাকে।’
এক ঝাঁক অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে রংপুর রাইডার্স। দলে আছেন সাকিব আল হাসান, মোহাম্মদ নবী ও জিমি নিশামের মতো তারকারা। এমন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় অধিনায়ক হিসেবে তার কাজ সহজ হয়ে গেছে বলে জানিয়েছেন সোহান।
‘একটা দলে যখন ৭টি বোলিং অপশন থাকে ৮-৯ পর্যন্ত আমাদের ব্যাটিংয়ের গভীরতা আছে। আমরা যেন আমাদের সেরাটা দিতে পারি সেটাই লক্ষ্য। যখন এই রকমের পেশাদার ক্রিকেটার থাকবে তখন অধিনায়কের জন্য আজ আরও সহজ হয়ে যায়।’
ছন্দে থাকা রংপুর প্লে-অফেও ছন্দ ধরে রাখতে চায়। কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষেও সেরাটাই দিতে চান সোহানরা। ‘পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি। কিন্তু আমার কাছে মনে হয় কোয়ালিফায়ারের ওই নির্দিষ্ট দিনে কতটুকু ইনপুট দিতে পারছি সেটির ওপর অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই কুমিল্লা ভালো দল কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
‘ক্রিকেট সবসময় দলীয় খেলা, নির্দিষ্ট কোনো কিছু, নির্ভরশীলতার কিছু নেই। আমরা দল হিসেবে ভালো করছি। দলের সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে ভালো খেলার। আমরা ওইটাই কোয়ালিফায়ারে চেষ্টা করব, যাতে আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারি।’ বলেছিলেন রংপুর অধিনায়ক।