বিপিএল, বাংলাদেশ ও সাইফউদ্দিনকে নিয়ে যা বললেন মিলার

ক্রিকেট দুনিয়া February 25, 2024 4,563
বিপিএল, বাংলাদেশ ও সাইফউদ্দিনকে নিয়ে যা বললেন মিলার

রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় এসেই বিশ্রাম না নিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন মিলার। মিরপুরের একাডেমি মাঠে তিনি অনুশীলনও করছেন। শুরুতে অনুশীলনে শরীর গরমে নজর দেন। এরপর তাকে বরিশাল অধিনায়ক তামিম ইকবালসহ সতীর্থদের সঙ্গেও কথা বলতে দেখা যায়।


এদিন গণমাধ্যমে কথা বলেছেন মিলার। এসময় বিপিএলের খেলা দেখেছেন কিনা এমন প্রশ্নর মুখোমুখি হন তিনি। জবাবে এই মারকুটে বোলার বলেন, সত্যি বলতে গেল কয়েকদিন কোনো খেলা দেখিনি। কয়েকদিনের বিরতিতে ছিলাম। সামনে আমার বিয়ে।


‘তাই অনেক কাজ করতে হচ্ছে। তবে আমি ক্রিকইনফোতে চোখ রাখছিলাম, পয়েন্ট টেবিলে কোথায় আছি প্লে-অফে উঠেছি কি না এসব খোঁজখবর রাখছিলাম।’


দলের হয়ে ভালো খেলার প্রত্যাশা রেখে তিনি বলেন, সামনের ম্যাচে খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। আমি দলে যতটা সম্ভব অবদান রাখতে চাই। আমি যেন তরুণদের থেকে শিখতে পারি, তারাও যেন আমার থেকে শিখতে পারে। ছেলেরা ভালো খেলছে, আমিও ভূমিকা রাখতে চাই।


বিপিএলের উইকেট নিয়ে মিলার বলেন, পিচ দেখতে ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছি। যতটা মনে আছে জার্সি ছিল গোলাপি রঙের। এক সপ্তাহের জন্য এসে তিনটি ম্যাচ খেলেছিলাম। বাংলাদেশে আসা সবসময় দারুণ স্মৃতিময়।


মোহাম্মদ সাইফুদ্দিনের এক ওভারে টানা পাঁচটি ছক্কা মেরেছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার। সেই তান্ডব এবার মিলারকে সাথে নিয়েই স্মরণ করলেন সাইফউদ্দিন। সাইফউদ্দিন-মিলারের ‘মধুর’ পুনর্মিলন, তাই মিলারকে সাইফউদ্দিনের সাথে ৫ ছক্কা নিয়ে কথা হয়েছে জিজ্ঞেস করা হলে বলেন, ‘হ্যাঁ, বাসে থাকাকালে কথা হয়েছে !’


আগামীকাল থেকে শুরু হবে দশম বিপিএলের প্লে-অফ রাউন্ড। যেখানে এলিমিনেটর ম্যাচে দুপুরে মুখোমুখি হবে তামিম-মিলারের বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারলে বিদায়, আর জিতলে ফাইনালে উঠতে আরও একটি ম্যাচ জিততে হবে জয়ী দলকে।


দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বিপিএলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।