যে সমীকরণে খুলনার চেয়েও এগিয়ে তামিমের বরিশাল

ক্রিকেট দুনিয়া February 23, 2024 2,419
যে সমীকরণে খুলনার চেয়েও এগিয়ে তামিমের বরিশাল

বিপিএলের দিনের প্রথম ম্যাচে তামিম-মুশফিকের ফরচুন বরিশাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। কুমিল্লার জন্য ম্যাচটি দল নিয়ে পরীক্ষা করার। কারণ হারলেও দুই নম্বরেই থাকবে তারা।


জিতলে রংপুরকে টপকে উঠে যেতে পারে শীর্ষে। এই ম্যাচে নজর থাকবে খুলনারও। কারণ বরিশাল ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে-অফ। তখন খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার রাতের ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতার।


বরিশাল ১২ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে খুলনা। বরিশাল ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট হওয়ায় খুলনার আর কোনো সুযোগ থাকবে না। তবে ম্যাচ হারলেও শেষ পর্যন্ত বরিশালই যেতে পারে প্লে-অফে।


কুমিল্লার কাছে বরিশাল যদি বড় ব্যবধানে হারে এবং খুলনা নিজেদের ম্যাচে বড় জয় পায় তবেই প্লে-অফে ওঠার সুযোগ হবে খুলনার। খুলনার নেট রানরেট -.৪০। বরিশালের নেট রানরেট ০.৪৩।


আজ কুমিল্লার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বরিশাল জেমস ফুলারকে দলে ভিড়িয়েছে। বিপিএলের শুরু থেকেই ডেভিড মিলারের বরিশালে যোগদানের বিষয়ে আলোচনা চলছিল। তবে প্রোটিয়া এ ব্যাটসম্যান ২৫ ফেব্রæয়ারি ঢাকা আসবেন বলে নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্র্তৃপক্ষ।


অর্থাৎ তামিমের দল প্লে-অফে উঠলেই মিলারকে দেখা যাবে বরিশালের জার্সিতে। এবারের বিপিএলে বরিশাল ও কুমিল্লার প্রথম ম্যাচটিও হয়েছিল মিরপুরেই।


সেই ম্যাচে এক বল বাকি থাকতে জিতেছিল কুমিল্লা। মিরপুরে আগের দেখায় খুলনার বিপক্ষে জিতেছিল সিলেট স্ট্রাইকার্স। আট পয়েন্ট নিয়ে ছয়ে থাকা সিলেট চাইবে জয় দিয়েই এবারের আসর শেষ করতে।


আজই শেষ হবে বিপিএলের লিগ পর্ব। আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। ২৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। ২৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।


সূত্রঃ অনলাইন