বিদেশি খেলোয়াড় নিয়ে মহাসঙ্কটে ফরচুন বরিশাল

ক্রিকেট দুনিয়া February 22, 2024 13,477
বিদেশি খেলোয়াড় নিয়ে মহাসঙ্কটে ফরচুন বরিশাল

শেষ ম্যাচের আগে বরিশালের প্লে অফ ভাগ্য নিয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই বিদেশি তারকা কেশভ মহারাজ এবং টম ব্যান্টনকে হারিয়েছে তামিম ইকবালের দল। ইনজুরির কারণে বিপিএল ছেড়েছেন তারা।


নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোড়িয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এই ম্যাচে কুমিল্লাকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই প্লে অফ নিশ্চিত করবে তামিমের দল। তবে হারলে সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে বরিশালকে। তবে পাহাড়সম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিদেশি খেলোয়াড় নিয়ে সংকটে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি।


এবারের বিপিএলে বরিশালের হয়ে খেলতে এসেছিলেন ইংলিশ ব্যাটার টম ব্যান্টন এবং দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজ। দুজনেই খেলেছেন কয়েকটি ম্যাচ। তবে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমে চোটে পড়েছেন তারা। তাই দেশে ফিরতে হচ্ছে এই দুই ক্রিকেটারকে।


মহারাজ আর ব্যান্টন চলে গেলেও বরিশালে যোগ দেয়ার কথা রয়েছে ডেভিড মিলারের। তবে কবে নাগাদ তিনি আসবেন সেটি এখনও জানা যায়নি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে এই দক্ষিণ আফ্রিকান তারকা না এলে বিপদে পড়তে পারে বরিশাল।


বিপিএলে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে বরিশাল। এতে মোট ১২ পয়েন্ট নিয়ে তামিমের দলটি টেবিলের চারে রয়েছে। টেবিলের পাঁচে থাকা খুলনার পয়েন্ট ১০। দুদলেরই আছে একটি করে ম্যাচ। নিজেদের শেষ ম্যাচে বরিশাল জিতে গেলে কোনো সমীকরণে পড়তে হবে না দলটিকে। তবে খুলনা জিতলে নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে প্লে অফে।


সূত্রঃ সময় টিভি অনলাইন