সরফরাজকে নিতে আইপিএলের ২ দলের কাড়াকাড়ি!

ক্রিকেট দুনিয়া February 21, 2024 9,775
সরফরাজকে নিতে আইপিএলের ২ দলের কাড়াকাড়ি!

ভারত জাতীয় দলে জায়গা পেতে বেশ বেগ পেতে হয়েছে সরফরাজ খানকে। তার অপেক্ষার অবসান হয় ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে। অভিষেক ম্যাচের দুই ইনিংসেই সরফরাজ পঞ্চাশোর্ধ রান করে নিজের সামর্থ্য পুনরায় জানান দিয়েছেন। এরপরই তাকে দলে নিতে তোড়জোড় শুরু হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।


সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি— ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে এবার দড়ি টানাটানি হতে পারে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মধ্যে। ফলে সরফরাজের জন্য দ্বিমুখী লড়াই জমে উঠতে পারে, এটা বলাই যায়!


আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের আসন্ন ১৭তম আসরে সরফরাজকে দলে নিতে কলকাতা টিম ম্যানেজমেন্টকে ইতোমধ্যে সবুজ সংকেত দিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। আরেকটা প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও নাকি ডানহাতি এই ব্যাটারকে দলে নিতে আগ্রহী।


এর আগে ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে সরফরাজকে নিয়ে সেভাবে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সে কারণে তিনি অবিক্রিত থেকে যান। তবে রাজকোটে সরফরাজের ব্লকবাস্টার পারফরম্যান্সের পরে স্বাভাবিকভাবেই তার বাজারদর এখন আকাশচুম্বী। তাকে এই ফর্মে নিজেদের দলে নিতে যে ফ্র্যাঞ্চাইজিগুলো উঠেপড়ে লাগবে তা বলাই বাহুল্য। আর বাস্তবেও সেটাই ঘটছে।


আইপিএলে এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন সরফরাজ। তবে সেভাবে তিনি উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৩৭ ইনিংসে সবমিলিয়ে ৫৮৫ রান করেন সরফরাজ। তবে ঘরোয়া ক্রিকেটের চিত্র উল্টো, ২০১৯ সাল থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পারফর্মও করছেন সরফরাজ।


সূত্রঃ ঢাকা পোস্ট