কুমিল্লার বিপক্ষে হারের পর যা বললেন অধিনায়ক সোহান

ক্রিকেট দুনিয়া February 21, 2024 2,593
কুমিল্লার বিপক্ষে হারের পর যা বললেন অধিনায়ক সোহান

বিপিএলে নিজেদের শেষ ম্যাচে গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছে রংপুর। সোহেল ইসলামের দলে বড় পাওয়া তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের ছন্দে ফেরা। শেখ মেহেদি হাসান প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন। জিমি নিশামও ব্যাট হাতে পার করছেন সুসময়।


তবে ভরসার বড় জায়গা ছিলেন ব্র্যান্ডন কিং। আসরজুড়ে ব্যাট হাতে ছায়া হয়ে আছেন এই ওপেনার। এছাড়া গতকাল আন্দ্রে রাসেল হাসান মাহমুদের এক ওভারে ২৫ রান নেন। যাতে করে ম্যাচ সহজেই জিতে যায় কুমিল্লা। তবে হারের দায় কাউকে দিচ্ছেন না নুরুল হাসান সোহান।


তারকায় ঠাসা রংপুরের এই অধিনায়ক জানালেন দল কারোর একার উপর নির্ভরশীল না, 'ক্রিকেট দলীয় খেলা। দল কারো একার উপর নির্ভরশীল না। দল হিসেবে পুরো টুর্নামেন্ট আমরা ভালো খেলেছি। সেভাবেই কোয়ালিফায়ারে ভালো খেলার চেষ্টা করব।'


ক্রিকেট দলীয় খেলা মনে করেন সোহান। অধিনায়ক হিসেবে সতীর্থদের খেলার ধরণেই বেশি মনোযোগী তিনি, 'আমি যেটা অপছন্দ করি যে একটা প্লেয়ারের জন্য বা একটা ক্যাচ মিসের জন্য কখনো দল হারতে পারে না। পুরো ১১ জন কখনোই প্রতিদিন ভালো করবে না। কিন্তু যে ভালো করবে তার সেটা কন্টিনিউ করা এবং যে খারাপ খেলছে তার এপ্রোচ এবং অ্যাটিচিউড আমার কাছে গুরুত্বপূর্ণ। মাঠে সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করে।'


সোহান আরো বলেন, 'আমি সবসময় সেটাই চাই দলের জন্য যে যতোটুকু পারে ব্যাটিং না পারলে বোলিং বা ফিল্ডিংয়ে রান সেইভ করা এটাই ম্যাটার করে। ক্রিকেট দলীয় খেলা, একক কিছু না। মাঠের বাইরে যারা থাকে এবং পুরো এগারো জন সবাই একটা দল হিসেবেই খেলতে চাই যে যেখানেই থাকি।'


সূত্রঃ ঢাকা পোস্ট