আইপিএলের পর আমরাই সবচেয়ে বেশি পারিশ্রমিক দেইঃ সালাহউদ্দিন

ক্রিকেট দুনিয়া February 21, 2024 7,803
আইপিএলের পর আমরাই সবচেয়ে বেশি পারিশ্রমিক দেইঃ সালাহউদ্দিন

ইতিমধ্যেই চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়ে চলে গেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও রিজা হেনড্রিকসরা । শেষ মুহুর্তে যোগ দিয়েছেন জিমি নিশাম, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মত তারকা ক্রিকেটাররা । অন্যান্য আসরের তুলনায় এবার তারকা ক্রিকেটারদের উপস্থিতি অনেক বেশি।


যে কারনে দর্শকদের কাছে বিপিএল হয়েছে আরও আকর্ষণীয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন অনেক ক্রিকেটাররাই অন্যসব ফ্র্যাঞ্চাইজি আসরের চেয়ে বিপিএলকে পছন্দ করেন। এমনকি আইপিএলের পর সবচেয়ে বেশি পারিশ্রমিকও বিপিএল থেকে পান বিদেশি ক্রিকেটাররা।


এবারের আসরে শুরু থেকেই স্পাইডার ক্যাম, ডিআরএস, ব্যাগি ক্যাম ছিল বিপিএলের সম্প্রচারে। সেই সঙ্গে ভালো উইকেটে খেলা হওয়ায় অনেক ম্যাচেই বড় রান হয়েছে। যা দর্শকদের অনেক বিনোদনের সুযোগ বাড়িয়ে দিয়েছে। এসব ক্ষেত্রে আরেকটি মনোযোগ দিলেই বিপিএলও ভালো একটি টুর্নামেন্ট হতে পারে বলে মনে করেন সালাহউদ্দিন।


তিনি বলেছেন, 'যাদের বোঝার কথা তারা বুঝে না। তারা যদি বুঝে তাহলে এটাও অনেক ভালো একটি টুর্নামেন্ট হতে পারে। ভালো একটা উইন্ডো হলে বাংলাদেশে সবাই খেলতে আসবে। আমি যতটুকু মনে করি আইপিএলের পরে কিন্তু আমরা সবচেয়ে বেশি টাকা দেই প্লেয়ারদের। এখানে সবারই খেলার ইচ্ছে আছে।'


তিনি আরও বলেন, 'আমার মনে হয় এখানে অনেক প্লেয়ার এসেছে। এতোদিন অনেকগুলো টুর্নামেন্ট ছিল, প্লেয়ার ওইভাবে ছিল না। এখন প্লেয়ার আসছে বলে প্রত্যেকটা দল প্লেয়ার পাচ্ছে। যখন বড় বড় প্লেয়ার আসে তখন অটোমেটিক টুর্নামেন্টের হাইপ বেড়ে যায়। আমার মনে হয় এ কারণেই অনেক ভালো ম্যাচ হচ্ছে ইদানিং। উইকেটটাও অনেক ভালো ছিল। রানও দেখতে পেরেছে দর্শকরা স্বাভাবিক। রান হলে তো সবাই খুশি হয়। তবে বোলাররা একটু কষ্ট পায় আরকি।'


বিপিএলে আরও বিদেশি ক্রিকেটার পেতে এবং টুর্নামেন্টের মান বৃদ্ধি করতে সময়সূচি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সালাহউদ্দিন। প্রয়োজনে টুর্নামেন্ট আরও সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি। এর ফলে বিপিএল আরও আকর্ষণীয় হবে বলে মনে করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই অভিজ্ঞ কোচ।


তার ভাষ্য, 'এতো লম্বা সময় হলে সমস্যা। একটা টুর্নামেন্ট ৪৫ দিন ধরে হচ্ছে। এটা ইচ্ছে করলেই ছোটো করা যায়। একটা টিম মোমেন্টাম পেয়েছে। সে ৯ দিন পর আরেকটা ম্যাচ খেলবে। কেউ ৬দিন পর ম্যাচ খেলবে। সেই দলকে আবার নতুন করে শুরু করতে হবে। এটা একটু চিন্তা ভাবনা করলেই সম্ভব।'