'তামিম কি সাকিবের বলে ছয় মারে নাই, আউট হয় নাই', প্রশ্ন মুশফিকের

ক্রিকেট দুনিয়া February 20, 2024 1,720
'তামিম কি সাকিবের বলে ছয় মারে নাই, আউট হয় নাই', প্রশ্ন মুশফিকের

বাংলাদেশ ক্রিকেটে সাকিব-তামিম দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট । গতকাল (সোমবার) বিপিএলে তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিবের রংপুর রাইডার্স। দুই দলের লড়াই ছাপিয়ে এই ম্যাচ রূপ নিয়েছিল সাকিব-তামিম দ্বৈরথে।


বরিশাল এবং রংপুরের ম্যাচে আগে ব্যাট করতে নামা বরিশালকে বেশ ভালো শুরু এনে দেন তামিম। ইনিংসের পঞ্চম ওভারে সাকিব বল করতে আসলেই প্রথম বলে আউট করে দেন তামিমকে। এরপড় বা হাত মুষ্ঠিবদ্ধ করে সাকিবের স্বভাবসুলভ উদযাপন ছিল দেখার মতো। রংপুরের ব্যাটিং এর সময় সাকিব যখন আউট হন। ফিল্ডিংয়ে থাকা তামিমও সাকিবের সেই উদযাপন অনুকরণ করে ব্যাঙ্গাত্মকভাবে।


অবশ্য সাকিব-তামিম লড়াইকে ভিন্নভাবে দেখতে নারাজ বরিশালের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তিনি মনে করেন সাকিবের বলে পুল করবেন নাকি ফ্লিক-গ্ল্যান্স করে এক রান নেবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তামিম। এ কারণেই আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার।


তিনি তামিমের আউটের ব্যাখ্যা দিয়ে বলেন, 'এর আগে সাকিবের বলে তামিম আউট হয় নাই? বা তামিম সাকিবের বলে ছয় মারে নাই? আপনারা যদি ওইভাবে দেখেন তাহলে হতে পারে, আর যদি না দেখেন তাহলে এটা ক্রিকেটের নলেজের ব্যাপার।'


'কারণ ওই বলটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে এর আগে যতগুলা বোলার বল করেছে গ্রিপ পায় নাই এক্সট্রা বাউন্স পায় নাই। ও যেই লেন্থে বল করেছে বলটা পড়ে একটু বাইট করেছে। তামিম একটু দ্বিধা দ্বন্দ্বে ছিল এটা পুল করবে নাকি ফ্লিক করে, গ্ল্যান্স করে এক রান নেবে। ব্যাটসম্যানের ভুল করতে একটা বলই লাগে।'


অবশ্য সাকিব আউট হওয়ার পর তামিমের উদযাপন দেখেননি বলেও জানালেন মুশফিক। তিনি বলেন, 'সত্যিকথা আমি সেলিব্রেশনটা দেখি নাই। আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কিনা। এইটুকুই। এরপর কে ব্যাটিংয়ে আসবে এটা নিয়ে প্ল্যানিং। এখন বললেন, হাইলাইটস গিয়ে দেখতে পারি কী সেলিব্রেশন।'


বরিশাল দলে আছেন এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। তামিম-মুশফিকের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। মুশফিক জানালেন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তিনি যথা সম্ভব অবদান রাখার চেষ্টা করেন। এমনকি অভিজ্ঞতা ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেন দলের সঙ্গে।


মুশফিকের ভাষ্য, 'প্রত্যেকটা ম্যাচই আমরা চেষ্টা করি জেতার। এতো বছর আমরা একটা দলে খেলেছি। ক্যাপ্টেন বলেন, সিনিয়র প্লেয়ার বলেন যতটুকু ইনপুট দেয়া যায় আরকি। কিপার হিসেবে আম্রার গুরুদায়িত্ব কী হচ্ছে না হচ্ছে, কোন প্লেয়ার সম্পর্কে কতটুকু জানি এগুলো দলের সঙ্গে শেয়ার করা। যতটুকু লাগে আমি চেষ্টা করি সাহায্য করার।'