নাটকীয় ম্যাচে তামিমের বরিশালেকে হারাল সাকিবের রংপুর

ক্রিকেট দুনিয়া February 19, 2024 6,667
নাটকীয় ম্যাচে তামিমের বরিশালেকে হারাল সাকিবের রংপুর

ব্যাট করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে ১০ ওভারেই ১০০ তোলে বরিশাল । মনে হচ্ছিল দুইশ পেরিয়ে যাওয়া যেন কেবল সময়ের ব্যাপার। কিন্তু এরপর আবু হায়দার রনির আগুন ঝরানো বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে যায় ফরচুন বরিশাল। কোনো মতে লড়াইয়ের পুঁজি পায় দলটি। তবে তাই নিয়েই শেষ পর্যন্ত লড়াই করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি দলটি। রোমাঞ্চকর এক জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রংপুর রাইডার্স


সোমবার (১৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫২ রানের লক্ষ্য দেয় বরিশাল। জবাব দিতে নেমে তিন বল এবং এক উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সাকিব-সোহানরা। এতে প্লে-অফ উঠতে শেষ ম্যাচে কুমিল্লাকে বড় ব্যবধানে হারাতে হতে পারে বরিশালের।


ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। একের এক বাউন্ডারি মেরে রান তুলতে থাকে তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি।


২০ বলে ৩৩ রান করে আউট হন বরিশাল অধিনায়ক। তামিম ব্যাটিং তাণ্ডব দেখে চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। সাকিবের প্রথম বল বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন তামিম।


তৃতীয় উইকেটে ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্স। তবে সাকিবের দ্বিতীয় ওভারে মায়ার্সের ক্যাচ মিস করেন মুমিনুল হক। এরপর ব্যাট চালাতে থাকেন মায়ার্স। ২৩ বলে ২৬ রান করে আউট হন আরেক ওপেনার থমাস ব্যান্টন। ৩ বলে ৫ রান করে আউট হন মুশফিকুর রহিমও। এক বল পরেই সৌম্য সরকারকে বোল্ড আউট করেন আবু হায়দার রনি।


১৩তম ওভারে পঞ্চম বলে মায়ার্সকে ফিরিয়ে ওভার হ্যাটট্রিক করে এই টাইগার বোলার। এতে পাঁচ রানের ব্যবধানের চার ব্যাটারকে হারিয়ে ছন্দ হারায় বরিশাল। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে বরিশাল শিবিরে হাল ধরেন মাহমুদউল্লাহ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ৯ রান করে রনির চতুর্থ শিকার হন এই টাইগার ফিনিশার।


১৭তম ওভারে প্রথম বলে মেহেদী হাসান মিরাজকে আউট করে ফাইফার পূরণ করেন রনি। ৮ বলে ৩ রান করেন মিরাজ। পরের ওভারে প্রথম বলে কেশব মহারাজকে বোল্ড করেন হাসান মাহমুদ।


শেষ প্রথম বলে আউট হন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত সাইফউদ্দিনের ১০ রান এবং ওবেদ ম্যাককয়ের ১২ বলে ১২ রানে ভর করে নয় উইকেট হারিয়ে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় বরিশাল।


রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। হাসান মাহমুদ শিকার করেন দুই উইকেট। এ ছাড়াও সাকিব আল হাসানও জেমি নিশাম একটি করে উইকেট শিকার করেন।


জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ২ বলে শূন্য রান করে আউট হন মুমিনুল হক। এরপর পিচে তাণ্ডব শুরু করেন সাকিব আল হাসান ও আরেক ওপেনার ব্যান্ডন কিং। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৭৪ রান সংগ্রহ করে টিম রাইডার্স।


২২ বলে ৪৫ রানের মারকুটে ইনিংস খেলে আউট হন কিং। এরপর পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিবও। ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলে আউট হন। এই দুই ব্যাটারের দ্রুতগতির ইনিংসেই এগিয়ে যায় রংপুর।


এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি শেখ মাহেদীও। ১১ বলে ৭ রান করে মিরাজের বলে ক্যাচ আউট হন তিনি। ৩ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন নুরুল হাসান সোহান। এতে ১৩ রানের ব্যাবধানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।


তবে টম মুরেসকে সঙ্গে নিয়ে রংপুর শিবিরে হাল ধরেন জেমি নিশাম। ১৭ বলে ১৭ রান করে মুরেস আউট হলে, নিশামকে সঙ্গ দেন ডোয়েন পিটোরিয়াস। ১৭ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন নিশাম। এতে ম্যাচ থেকে ছিটকে যায় বরিশাল।


ডোয়েন পিটোরিয়াস ১৫ বলে ১৩ রান করে আউট হলেও শামীম পাটোয়ারীর ৪ রানে ভর করে এক উইকেট হাতে থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। এতে টানা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে রংপুর।


ফরচুন বরিশালের হয়ে ওবেদ ম্যাককয় ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও কাইল মায়ার্স দুটি এবং কেশব মহারাজ এক উইকেট নেন।