ইতোমধ্যেই বিপিএল থেকে ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। হাতে আছে নিয়মরক্ষার আর মাত্র দুটি ম্যাচ। তবে পরের রাউন্ডের দৌড়ে না থাকলেও এই দুই ম্যাচের জন্য কেনার লুইসকে দলে ভিড়িয়েছে স্ট্রাইকার্সরা।
ক্যারিবীয় এ ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্জাইজিটি। আজ এক ফেসবুক পোস্টে লুইসকে দলে স্বাগত জানায় সিলেট।
গতবারের ফাইনালিস্টরা শেষটা ভালভাবে করতে চায়। সেই লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ থেকে লুইসকে উড়িয়ে আনছে তারা। লুইসের এখনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তবে ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে ক্যারীবিয় এ তারকা নিয়মিত মুখ।
বিপিএলে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে লুইসের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরে খেলেছেন লুইস।
আগামী ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ২৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে সিলেট।
বিপিএলের এবারের আসরে ৭ দলের মধ্যে ৬ নম্বরে রয়েছে সিলেট। ১০ ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র তিনটিতে। বাকি ৭ ম্যাচেই হার বরণ করতে হয়েছে তাদের।
সূত্রঃ অনলাইন