কুমিল্লা জানালো মুস্তাফিজের সর্বশেষ অবস্থা

ক্রিকেট দুনিয়া February 18, 2024 1,567
কুমিল্লা জানালো মুস্তাফিজের সর্বশেষ অবস্থা

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বড় তারকা মুস্তাফিজুর রহমান অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন। প্র্যাকটিস সেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।


মাথায় আঘাত এবং আঘাতের পর রক্তপাতের কারণে হতে পারে গুরুতর সব সমস্যা। তাই মুস্তাফিজকে নিয়ে সবার মনে কাজ করছিল ভয় ও সংশয়। রবিবার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় অনুশীলন ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অনুশীলনের সময় ম্যাথু ফোর্ডের ব্যাট থেকে আসা জোরালো একটি শট মুস্তাফিজের মাথার পেছনের দিকে জোরে আঘাত করে। বলের আঘাতে রক্ত বের হয় মাথা থেকে। মাথা ফেটে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় দলের মেডিকেল বিভাগ।


চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুস্তাফিজের সবশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। তাতে অবশ্য কিছুটা স্বস্তিই পেতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা। মুস্তাফিজের আঘাত কেবলই বাইরের দিকে। কোনো প্রকার ঝুঁকির মাঝে থাকতে হচ্ছে না তাকে।


ইম্পেরিয়াল হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।’


সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে রবিবার (১৮ ফেব্রুয়ারি) অনুশীলন করছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বল করছিলেন মুস্তাফিজ। একটি ডেলিভারির পর যখন ফিরে যাচ্ছিলেন আরেকটি ডেলিভারির জন্য, এমন সময় ম্যাথু ফোর্ডের মারা বল এসে আঘাত করে মুস্তাফিজের মাথার পেছনের দিকে। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়। সাথে সাথে কাটার মাস্টার খ্যাত তারকা এই পেসার মাটিতে বসে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে।