শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য শেষ ১২ বলে আফগানিস্তানের দরকার ছিল ১৪ রান, হাতে ৩ উইকেট। একপ্রান্ত আগলে রাখা ইব্রাহিম জাদরানে জয়ের স্বপ্ন দেখছিল আফগানরা। কিন্তু মাথিশা পাথিরানা ইনিংসের ১৯তম ওভারে সব হিসেব পাল্টে দিলেন।
ইনিংসের ১৯তম ওভারে মাত্র তিন রান দিয়ে ২ উইকেট তুলে নেন শ্রীলঙ্কান ডান-হাতি এই পেসার। শেষ ওভারে দরকার ১১ রান। জাদরান অপরাজিত ৬১ রানে। তিনিই ছিলেন শেষ ভরসা।
বিনুরা ফার্নান্দো বল করলেন সাজানো ফিল্ডিং পজিশন মতোই। ৯ উইকেট পড়ে যাওয়ায় এক রান নিচ্ছিলেন না জাদরান। শেষ পর্যন্ত পারেননি তিনি। ওভারের শেষ দুই বলে হলো ৬ রান। তাতে শ্রীলঙ্কা ম্যাচটি জেতে ৪ রানে।
৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পাথিরানা। দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা পাথিরানার এটি ক্যারিয়ারসেরা বোলিং। এর আগে ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল পাথিরানার। সেই ম্যাচে কোন উইকেট পাননি তিনি।
তার আগে টস হেরে আগে ব্যাট করা শ্রীলঙ্কা এক ওভার বাকি থাকতেই ১৬০ রানে অলআউট হয়। ৭ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া সামারাবিক্রমা ২৫ ও ধনঞ্জয়া ডি সিলভা ২৪ রান করেন।
লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নামা জাদরান (৫৫ বলে ৬৭) এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা তাকে সঙ্গ দিতে পারেননি। গুলবাদিন নাইব ১৬, করিম জানাত করেন ২০ রান।