ঢাকাকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল চট্টগ্রাম

ক্রিকেট দুনিয়া February 17, 2024 3,930
ঢাকাকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল চট্টগ্রাম

বিপিএল থেকে আগেই বিদায় নিয়েছে রাজধানীর দল দুর্দান্ত ঢাকা । অন্যদিকে প্লে অফে জেতে চট্টগ্রামের জন্য আজকের ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে তানজিদ হাসান তামিমের ফিফটি ও টম ব্রুসের ব্যাটে চড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পায় লড়াইয়ের পুঁজি। জবাবে অ্যালেক্স রস ও মোসাদ্দেক হোসেন সৈকত আশা জাগালেও দুর্দান্ত ঢাকা পারল না লক্ষ্য ছুঁতে। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে টানা ১১ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে এবারের বিপিএল শেষ করল তারা।


শনিবার (১৭ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাকে ১৬০ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে পারে ঢাকা। এতে ১০ রানের হারের স্বাদ নিলো ঢাকা। অন্যদিকে এই জয়ে সুপার ফোরের সমীকরণ কিছুটা সহজ করল চট্টগ্রাম।


ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বন্দর নগরীর দলটির। প্রথম বলেই বিদায় নেন সৈকত আলি। এরপর দ্বিতীয় উইকেটে নামা অস্ট্রেলিয়ান ব্যাটার জস ব্রাউনও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ রানে তাসকিনের শিকারে পরিণত হন অজি তারকা।


এরপর টম ব্রুসকে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে ম্যাচে রাখেন তানজিদ তামিম। ৯৫ রানের জুটি গড়ে বিদায় নেন টম ব্রুস। ৩৫ বলে ৪৮ রান করে আউট হন নিউজিল্যান্ড ব্যাটার। কিন্তু একপ্রান্তে ঠিকই লড়াই অব্যাহত রাখেন তামিম। দলীয় ১৯ ওভারের মাথায় বিদায় নেন তানজিদ তামিম।


৫১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ক্যামিও খেলেন বাঁহাতি ওপেনার। একটি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তানজিদ তামিম। অধিনায়ক শুভাগত হোম একটি ছক্কায় ৯ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৫৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। ঢাকার হয়ে বল হাতে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন তাসকিন ও শরিফুল।


চট্টগ্রামের দেওয়া মাঝারি রান তাড়া করতে নেমে ৯ রানে দুই উইকেট হারায় ঢাকা। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন অ্যালেক্স রস। নাঈম শেখ ২৯ ও মোসাদ্দেক হোসেন অপরাজিত ৩০ রান করেন। শেষদিকে ১৪ রানের ক্যামিও খেলেন ইরফান শুক্কুর। তবে দলের জয়ে তা যথেষ্ট হতে পারেনি।


শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে ঢাকা। তাতে ১০ রানের জয় পায় চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে বল হাতে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন শুভাগত।