বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর চলমান। বয়সে বিশ্বের অনেক টি-টোয়েন্টি লিগের চেয়ে বড় হলেও দিনে দিনে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি উল্টো পথেই হাঁটছে। নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে দর্শক টেনে নিচ্ছে, বিপিএল চলছে আপনার গতিতে। দর্শক চাহিদা, খেলার মান, প্রযুক্তির ব্যবহার, সব কিছুতেই নজর নেই আয়োজকদের। যে কারণে দিনে দিনে লিগটি পরিণত হচ্ছে অখ্যাত বিদেশি খেলোয়াড়দের আখড়ায়। আর প্রতিষ্ঠিত বিদেশি তারকার কাছে বিপিএল অন্যান্য ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার প্রস্তুতি মঞ্চ।
এবারের বিপিএলে সমীকরণ ছিল আরও কঠিন। বিপিএল চলাকালীন বিভিন্ন দেশে চলছে আরও ছয়টি ফ্র্যাঞ্চাইজি লিগ। এর কোনটি বিপিএল শুরুর আগেই শুরু হয়েছে, কোনটা শুরু হবে বিপিএল চলাকালীন সময়ে। তাই বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল। টুর্নামেন্টের মাঝপথে এসে শঙ্কাগুলো অনেকটাই বাস্তবে রূপ নিচ্ছে।
বিপিএলের দলগুলো বিদেশি ক্রিকেটারদের অন্যান্য টুর্নামেন্টের ফাঁকে নিজেদের দলে টানতে চেষ্টা করলেও ঠিক কবে কাকে দলে পাবে তা নিয়ে নিজেও নিশ্চিত হতে পারেনি। যার একদম টাটকা উদাহরণ রাসি ফন ডার ডুসেন। এসএ টি-টোয়েন্টি শেষে বিপিএলে রংপুর রাইডার্সের শিবিরে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত বিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দিন ছয়েক আগে ইনজুরির কারণে ফন ডুসেনের না খেলার বিষয়টি নিশ্চিত করে রংপুর তার দ্রুত রিকভারি কামনা করে। ফন ডুসেন আজ বৃহস্পতিবার লাহোর কালান্দার্সে যোগ দিতে পাকিস্তানে পৌঁছে গেছেন।
শুধু ডুসেনই নয়, বাকি যারা বিপিএলে খেলতে আসছেন তাদের অনেকের কাছেই প্রস্তুতি টুর্নামেন্ট। আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগ, যা বয়সে বিপিএলের চেয়ে ছোট। তবে এরই মধ্যে ভালো ভিত্তির ওপর দাঁড়িয়ে গেছে পিএসএল। জানা গেছে, বিপিএলে খুলনার হয়ে খেলতে আসা অ্যালেক্স হেলসও বিপিএলকে পিএসএল প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবেই নিচ্ছেন। মাত্র দুটি ম্যাচ খেলেই তাই উড়াল দেবেন তিনি।
রংপুর রাইডার্সের রিজা হেনড্রিকস ও বরিশালের ওবেদ ম্যাকয়ের বেলাতেও একই ধরেনের কথা শোনা যাচ্ছে। আর একটি বা দুটি ম্যাচ খেলেই নাকি তারা বিপিএল ছাড়ছেন। কুমিল্লার জনসন চার্লস-ম্যাথিউ ফোর্ডও দ্রুতই ছাড়ছেন বিপিএল। টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত তারকা খেলোয়াড়দের কাছে বিপিএলটা আসলে দুই টুর্নামেন্টের মাঝে খ্যাপ খেলার মতো, কিংবা প্রস্তুতি নেওয়ার মঞ্চ।