আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া February 15, 2024 3,410
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা

সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। কলম্বোয় সিরিজের শেষ ম্যাচে ২৬৭ রানের লক্ষ্যে দারুণ শুরু করেন লঙ্কান ওপেনাররা।


জুটিতে আসে ১৭৩ রান। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন আভিষ্কা। ৬৬ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৯১ রানে থাকাকালীন কায়েস আহমেদের শিকারে পরিণত হয়ে ফেরেন তিনি।


প্রথম ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির পর এ ম্যাচে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। আউট হন ১০১ বলে ১১৮ রান করে। ১৬টি চার ও ২টি ছক্কা হাঁকান ইনিংসে। কুশল মেন্ডিস করেন ২৯ বলে ৪০ রান।


রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাইয়ে ফিফটি এবং রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো সূচনার পরও ২৬৬ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।


৪৩ রানেই নিজেদের শেষ ৬ উইকেট হারায় দলটি। প্রথম উইকেটে ৩৯ এর পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে ৫৭, ৫৮ ও ৫৭ রানের জুটি গড়েছিল তারা। এর কোনোটিই বড় করতে পারেননি আফগান ব্যাটাররা।


উপরন্তু শেষ দিকে আবারও খেই হারায় তারা। রহমত ৬৫, ওমরজাই ৫৪ ও গুরবাজ ৪৮ রান করেন। লঙ্কানদের প্রমোদ মাদুশান ৩টি এবং দুনিথ ভেল্লালাগে, আসিথা ফার্নান্দো ও আকিলা ধনঞ্জয় ২টি করে উইকেট শিকার করেন।