জাকেরের চেহারা কালো হওয়ায় বোর্ড হয়তো দেখে নাঃ সালাউদ্দীন

ক্রিকেট দুনিয়া February 15, 2024 5,254
জাকেরের চেহারা কালো হওয়ায় বোর্ড হয়তো দেখে নাঃ সালাউদ্দীন

সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ উইকেটের দারুণ এক জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স । এ ম্যাচে ৩১ বলে ৪০ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাকের আলী অনিক। কেবল এই ম্যাচ না এবারের বিপিএলে আরও অনেকগুলো ম্যাচেই ঝলক দেখিয়েছেন তিনি । দেশের ঘরোয়া ক্রিকেটেও বেশ পরিচিত মুখ এই ফিনিশার । ফিনিশিংয়ে দলের হয়ে রান করার ব্যাপারে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন বার বার । এবারেও বিপিএলেও চেনাচ্ছেন নিজের জাত। তবুও কেন যেন জাতীয় দলের দরজাটা জাকেরের জন্য খুলছে না। বহু আগে একবার দলে ডাক পেলেও দেশের ক্রিকেটের অদ্ভুত নিয়মের শিকার হয়ে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়তে হয়েছিল তাকে। এবার তার ব্যাপারে আওয়াজ তুলেছেন কুমিল্লার কোচ সালাউদ্দিন।


খুলনার বিপক্ষে জয়ের সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, 'শুধু হৃদয়ের কথা বলবনা, জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়ত চেহারা একটু কালো, এই কারণে আমার মনেহয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ছয় নম্বর, সাত নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তাঁর স্ট্রাইক রেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের কঠিন মুহূর্তে রানটা করে দিচ্ছে এবং সে অনেক দায়িত্ববান। আমার মনে হয় এই ছেলেটাকে সুযোগ দেওয়া উচিত।’


মঙ্গলবার বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করা হয়েছে। দলে ৫ জন ওপেনার দেখে অবাক হয়েছেন সালাহউদ্দিন। তিনি মনে করেন সঠিক জায়গার জন্য সঠিক ক্রিকেটার নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।


সালাহউদ্দিন বলেন, 'আমি গতকাল বাংলাদেশ টিম দেখলাম। আপনি ৫ টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২ টা ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়ত, সবসময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার পর্যন্ত ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে রাইট জায়গায় রাইট প্লেয়ার পিক করাটা খুব জরুরি।'

 

সালাউদ্দিন আরও বলেন, ‘ওপেনাররা রান করে ১০০০ রান করে আমরা খেলায়ে দেই। ৬-৭ নাম্বারের প্লেয়াররা হয়ত ৩০০ রান করে। সে ত ১০০০ রান করবে না, সে হয়ত ৩০০ রান করবে। কিন্তু তার ৩০০ রান কিন্তু অনেক মূল্যবান। এই ৩০০ রানের উপর নির্ভর করবে দল হারবে না জিতবে। এ ধরনের ছেলেদের যদি আমরা অনুপ্রেরণা না দেই তাহলে তারা খেলতে চাইবে না। ৬-৭ নাম্বারে কোনো দেশি প্লেয়ার নাই। এদের যদি আমরা না গড়ে তুলি তাহলে আমাদের ওপেনার নিয়েই খেলতে হবে। টি-টোয়েন্টি খেলব পাঁচটা ওপেনার নিয়েই খেলব।’


জাকেরকে জাতীয় দলে চেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘না আমার চাওয়া পাওয়া না। আমার মনে হয় এই পজিশনের জন্য সে বাংলাদেশে ওয়ান অব দ্যা বেস্ট। মাহমুদউল্লাহ রিয়াদের পরে আমার কাছে মনে হয় এই ছেলেটা সে বেস্ট। প্রতিদিন সে আমাদের দলকে বাঁচায়ে নিয়ে আসতেছে। সে যথেষ্ট সেন্সিবল। পেসও ভালো খেলে, স্পিনও ভালো খেলে। চারিদিকে মারতে পারে। তার রেকর্ডও ভালো। এই ধরনের ছেলেকে মনে হয় সুযোগ দেওয়া উচিত।’


৯ ম্যাচের মধ্যে ৭ জয় তুলে ১৪ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।