সাকিবকে প্রশংসায় ভাসালেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস

ক্রিকেট দুনিয়া February 14, 2024 16,294
সাকিবকে প্রশংসায় ভাসালেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস

খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলতে এসেছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। প্রথম ম্যাচেই সাকিবের রংপুর রাইডার্সের সামনে পড়েছেন হেলস। ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপুণ্য বেশ ভালোভাবেই টের পেয়েছেন হেলস। ব্যাটা হাতে ৩১ বলে ৬৯ রানের বিস্ফোরক এক ইনিংস খেলার পর বল হাতে ২ উইকেট শিকার করেন সাকিব। ম্যাচের পর সাকিবের প্রশংসা ঝরেছে হেলসের কণ্ঠে। 


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হেলস বলেন, ‘আমার মনে হয় তারা ২০ রান বেশি করেছে। যদি তাদের ২০০ রানের মধ্যে রাখা যেত তাহলে রানটা তাড়া করার কথা আমরা ভাবতে পারতাম। এখানে পিচ অনেক ভালো ছিল। সাকিব দারুণ করেছে। ২ ওভার মনে হয় ২৬ রান নিল। এজন্যই হয়ত সে বিশ্বসেরা। সে দারুণ এক ইনিংস খেলেছে। বোলিংয়ে আমার মনে হয় আমাদের আরও ভালো করার জায়গা ছিল। কিন্তু আশা করছি আমরা সামনে ঘুরে দাঁড়াব।’


ব্যাট হাতে সাকিব এবং শেখ মেহেদীর জুটির সুবাদেই বড় সংগ্রহের ভীত পায় রংপুর। আগে ব্যাট করে ২১৯ রানের পুঁজি পেয়েছিল তারা। সাকিব-মেহেদীর সেই জুটিকেও প্রশংসায় ভাসাতে ভোলেননি হেলস। তার মতে, ‘দারুণ নজরকাড়া ছিল। অনেক বড় বড় ছক্কা হয়েছে আজকে। বিষয়টি দেখতে দারুণ লেগেছে। যত ভালো ক্রিকেটার আসবে টুর্নামেন্ট তত ভালো হবে। এই দুজন দারুণ ছিল আজকে। তারা ওভার ঠিক করে সেই অনুযায়ী খেলেছে। ২ ওভারেই মনে হয় খেলাটা আমাদের থেকে কেড়ে নিয়েছে। দারুণ নজরকাড়া ছিল তাদের পারফরম্যান্স।’


ভবিষ্যতে ফাঁকা সময় পেলে পুরো বিপিএল খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন হেলস, ‘আসলে এখানে বিষয়টি হচ্ছে একই সময়ে অনেক টুর্নামেন্ট চলতে থাকে। বর্তমানে সম্ভবত ৩-৪টি টুর্নামেন্ট চলছে। যার ফলে ক্রিকেটারদের পুরো সময়ের জন্য ধরে রাখা বেশ কঠিন। আশা করি সামনে টুর্নামেন্টের মাঝে ফাঁকা সময় থাকবে যেন আমরা পুরো টুর্নামেন্ট খেলতে পারি। আমি ভবিষ্যতেও এখানে খেলার আশা রাখি। আমি এবার পুরো টুর্নামেন্ট খেলতে পারছি না কারণ পিএসএলে চুক্তি করা আছে আমার। অনেক অনেক মাস আগে এটি করে রেখেছি।’