আজ সাকিবের ব্যাটিং দেখে মনেই হয়নি চোখের সমস্যায় ভুগছেন তিনি । দলীয় ২৪ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে শেখ মাহেদিকে সঙ্গী করে ঝড় তোলেন সাকিব। এতে করে রানের পাহাড় দাঁড় করায় খুলনার সামনে। এরপর প্রোটিয়া স্পিন কিংবদন্তি ইমরান তাহিরের ঘূর্ণিতে ভড়কে যায় খুলনা। ম্যাচে ফাইফার তুলে নেন এ ঘূর্ণি জাদুকর। এতে করে টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্সকে ২২০ রানের বড় লক্ষ্য দেয় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে ১৪১ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৭৮ রানের বড় জয় পায় রংপুর।
দলীয় ২৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। কিন্তু চতুর্থ উইকেটে শেখ মাহেদীকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে তাণ্ডব শুরু করে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নাসুমের এক ওভারেই তোলেন ২৬ রান। এতে ২০ বলে ফিফটি তুলে নেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন মাহেদী।
৩১ বলে ৬৯ রান করে আউট হন সাকিব। লুককে উগিয়ে মারতে গিয়ে সারকেলের মধ্যে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটার। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন মাহেদীও। ৩৬ বলে ৬০ রান করেন এই তরুণ অলরাউন্ডার।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আগের ম্যাচের নায়ক জেমস নিশাম। ১৫ বলে ১৩ রান নাহিদ রানাকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন নিশাম। এরপর ডোয়েন পিটোরিয়াসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সোহান। দুজনের মারকুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় রংপুর।
শেষ পর্যন্ত ডোয়েন পিটোরিয়াসের ১২ বলে ১৭ রান এবং নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ রানে ক্যামিও ইনিংসে ভর করে পাঁচ আউট হারিয়ে ২১৯ রানের বিশাল পুঁজি পায় রংপুর।
খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন লুক উড। এ ছাড়াও নাহিদ রানা এবং নাসুম আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। ১১ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন ইভেন লুইস। সাকিবের বলে লেগ বিফোরে কাটা পড়েন এই ক্যারিবিয়ান ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়ও। ৮ বলে ৫ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। ২৪ বলে ফিফটি তুলে নেন এই মারকুটে ব্যাটার। ৮ বলে ১১ রান করে আউট হন আফিফও। এরপর হেলসকে সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান।
৩৩ বলে ৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই তারকা ব্যাটার। ইমরান তাহেরকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। পরের বলে ডাক আউট হন আকবর আলি। শূন্য রান করে নিশামের বলে বোল্ড আউট হন নাহিদুল ইসলাম।
১৩ বলে ১৩ রান করে হাবিবুর রহমান আউট হলে ৯ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন নাসুম আহমেদ। ১৪ বলে ২০ রানের ইনিংস খেলেন লুক উড। শেষ দিকে সাকিবের বলে ১ রান করে নাহিদ রানা আউট হলে ১০ বলে হাতে থাকতেই ১৪১ রানে আউট হয় খুলনা।
রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন ইমরান তাহের। দুই উইকেট নেন সাকিব। এ ছাড়াও জেমি নিশাম, শেখ মাহেদী ও হাসান মাহমুদ একটি করে উইকেট শিকার করেন।