নটআউটকে আউট দিলেন আম্পায়ার, অতঃপর...

ক্রিকেট দুনিয়া February 8, 2024 3,708
নটআউটকে আউট দিলেন আম্পায়ার, অতঃপর...

নারী দলের ম্যাচটিতে প্রথমে অনফিল্ড আম্পায়ার দিয়েছিলেন ‘নট আউট’। অস্ট্রেলিয়া রিভিউ নেওয়ার পরে তৃতীয় আম্পায়ারও নট আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। কিন্তু সেই নির্দেশের পরে হঠাৎ করেই আউট দিয়ে দেন মাঠের আম্পায়ার। এই ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ায় মাঠে। আম্পায়ারের এমন ভুল দেখে হেসে ফেলেন দু’দলের ক্রিকেটাররা।


ঘটনাটি ঘটেছে গতকাল (বুধবার) অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার নারীদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। প্রোটিয়া ব্যাটার সুনে লুসের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করে অস্ট্রেলিয়া। অনফিল্ড আম্পায়ার ক্লেয়ার পোলোসাক প্রথমে নট আউট দেন। সেই সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নেয় অস্ট্রেলিয়া।


রিভিউতে দেখা যায় বল অফ স্টাম্পের বাইরে প্যাডে লেগেছে। সেটি দেখে তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। টিভি আম্পায়ারের সিদ্ধান্ত শোনার পরও পোলোসাক আঙুল তুলে আউটের নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে তৃতীয় আম্পায়ার পোলোসাককে তার ভুলের কথা জানান। ভুল বুঝতে পরে সিদ্ধান্ত বদল করেন পোলোসাক।


এই ঘটনায় মাঠে উপস্থিত দু’দলের ক্রিকেটাররাই হেসে ফেলেন। এমন ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে শেষ পর্যন্ত ডিএলএস মেথডে ৮৪ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।


সূত্রঃ ঢাকা পোস্ট