দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত

ক্রিকেট দুনিয়া February 7, 2024 1,169
দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত

জিম্বাবুয়েতে এবার টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে ভারত। উভয় দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০১৬ সালের পর এই প্রথম জিম্বাবুয়ের মাটিতে টি-টুয়েন্টি খেলবে ভারত। সর্বশেষ ২০২২ সালে এশিয়ার দলটি জিম্বাবুয়ে সফর করেছিল।


সেবার শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। চলতি বছরের ১ জুন ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। এরপরই জিম্বাবুয়ে সফরে যাবে ভারত। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি চলবে ৬ থেকে ১৪ জুলাই।


সিরিজটি নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেংয়া মুখুলানি বলেন, “আমরা আসন্ন জুলাইয়ে ভারতকে টি-টোয়েন্টি সিরিজের জন্য আতিথ্য দিতে পেরে উচ্ছ্বসিত। দারুণ আকর্ষণীয় একটা সিরিজ হবে। ক্রিকেটের প্রতি ভারতীয়দের ভালোবাসা আর দায়বদ্ধতার কারণে ক্রিকেট সবসময় লাভবান হয়েছে। জিম্বাবুয়েতে আবারও খেলতে আসতে রাজি হওয়ায় বিসিসিআইকে অনেক অনেক ধন্যবাদ।”


বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে বিসিসিআই সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বর্তমান সময়টা জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য নতুনভাবে শুরু করার সময় এবং এজন্য আমাদের আমাদের সহায়তা প্রয়োজন। ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে বিসিসিআইয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”


সূত্রঃ অনলাইন