দেখে নিন বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্বের পূর্ণাঙ্গ সূচি

ক্রিকেট দুনিয়া February 6, 2024 864
দেখে নিন বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্বের পূর্ণাঙ্গ সূচি

দেখতে দেখতে বিপিএলের ১৬ দিন পার হয়েছে। ইতোমধ্যে ৪৬টি ম্যাচের মধ্যে ২০টি শেষ হয়েছে। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের দশম আসর এখন পুনরায় ঢাকায় চলে এসেছে। আজ থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা।


মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ঢাকায় এবারের আসরের পঞ্চম ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে।


আজ বিপিএলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্সের ম্যাচ। আর দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যায় মাঠে গড়াবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ।


সিলেট পর্ব শেষে ৬ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে রংপুর রয়েছে এক নম্বরে, পাঁচ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে খুলনা। টেবিলের ছয় নম্বর দল ঢাকাকে (৫ ম্যাচে ২ পয়েন্ট) হারিয়ে আগামীকাল শীর্ষস্থান আরেকটু সংহত করার সুযোগ নুরুল হাসান সোহানদের। যদিও খুলনার সামনে সুযোগ থাকবে তাদের ধরে ফেলার কিংবা টপকে যাওয়ার।


একনজরে ঢাকার দ্বিতীয় পর্বের পূর্ণাঙ্গ সূচি: