অধিনায়ক লিটনের ব্যর্থতা নিয়ে যা বললেন রিজওয়ান

ক্রিকেট দুনিয়া February 5, 2024 1,482
অধিনায়ক লিটনের ব্যর্থতা নিয়ে যা বললেন রিজওয়ান

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে লিটন দাস করেছেন মোটে ৩৭ রান। যে কারণে তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। এবার তার ফর্মহীনতা নিয়ে কথা বললেন কুমিল্লার তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।


পাকিস্তান ক্রিকেটের নির্ভরযোগ্য এই ক্রিকেটার গত বিপিএলেও ছিলেন কুমিল্লায়। লিটনের সঙ্গে তাই অপরিচিত নন তিনি। টাইগার এই ব্যাটারের ফর্ম নিয়ে আলাপকালে বেশ প্রশংসাই করলেন রিজওয়ান।


মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিজওয়ান বলেন, 'দেখুন, আমাকে একটু আগেও একজন জিজ্ঞাসা করেছিলেন ‘আমি গত বছর পারফর্ম করেছি, এ বছর পারছি না। যেটা বললাম আমরা মানুষ, মেশিন নই।


লিটন দাস নিজেকে ফিরে পেতে অনেক কঠোর পরিশ্রম করছে। আমার দেখা মতে- লিটন টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার। কিন্তু কিছু আউট দেখে মনে হবে সে ‘আনলাকি’। ইন শাহ আল্লাহ্‌ আশাকরি সে পরের ম্যাচেই পারফর্ম করতে পারবে।'


কুমিল্লার দলের অবস্থা নিয়ে রিজওয়ান বলেন, 'যদি পয়েন্ট টেবিল লক্ষ্য করেন তাহলে আমরা ভালো পজিশনে রয়েছি। আমরা কেবল ৪টা (মূলত ৫টা) ম্যাচই খেলেছি। আমাদের জয়-পরাজয় (৩ জয়, ২ পরাজয়) সমান। আমরা খুব বেশি ম্যাচ হারিও-নি। যেসব ম্যাচগুলোতে হেরেছি সেগুলোর ব্যবধান খুবই কম।


অবশ্য খুব দ্রুতই ভুল শুধরে কুমিল্লা জয়ের ধারায় ফিরবে এমনটাই বিশ্বাস করেন রিজওয়ান, ‘রংপুরের বিপক্ষে আমরা কিছু ছোট ছোট ভুল করেছি। কিন্তু ইনশাহ আল্লাহ্‌ আমি বিশ্বাস করি কুমিল্লা এখান থেকে কামব্যাক করবে। শেষ ম্যাচের যদি তাকান তাহলে দেখবেন তাঁরা খুবই ভালোভাবে কামব্যাক করেছে।’


সূত্রঃ ঢাকা পোস্ট